ভিভো এক্স৮০ ফাইভজি, গেমিংয়ে অনন্য, পারফরমেন্সে অসাধারণ

অসাধারণ লুকের পাশাপাশি ক্যামেরার দুর্দান্ত পারফরমেন্সে ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনটি এরইমধ্যে তারুণ্যের মন জয় করেছে। স্মার্টফোন নিয়ে যারা নিয়মিত কাজ করেন তাঁরাও ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনে মুগ্ধ হয়েছেন।

‘বেশ সুন্দর স্মার্টফোন’

জনপ্রিয় ইউটিউব চ্যানেল স্যামজোন এর স্যাম মুগ্ধ হয়েছেন ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনে। তিনি জানান, স্মার্টফোনটি দেখতে দারুণ তেমনি কাজেও অসাধারন। ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনের ক্যামেরার কাজের প্রশংসা করলেন স্যাম। তিনি বলেন, ‘স্মার্টফোনটি বিশেষত্ব হলো এর ক্যামেরা।’ তিনি আরো জানান, ৫০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি ভিভো ভি ওয়ান প্লাস চিপ ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে কম আলোতে ভালো ছবি তোলা সম্ভব। ব্রাইটনেসের পাশপাশি শার্পনেসও ধরে রাখে ভিভো এক্স৮০। এছাড়া ছবি তোলার সময় জেইসের নিজস্ব যে কালার টোন রয়েছে তাও ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোনে যারা ফটোগ্রাফি করে তাদের জন্য অনেক উপকারী হতে পারে এই ক্যামেরা। ফোনটি দিয়ে পোট্রেট মুডে টুএক্স জুম করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস ভালো পাওয়া সম্ভব এবং ম্যাক্রো ফটোগ্রাফি করা সম্ভব। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে যার মাধ্যমে সেলফিপ্রেমীরা সুন্দর ছবি তুলতে পারবেন যা সেলফি লাভারদের মন কাড়বে।

গেমিংয়ের জন্য খুবই ভালো’

‘প্রযুক্তি’ ইউটিউব চ্যানেলের ফারাবি ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন দিয়ে করেছেন গেমিং। ফারাবির ভাষায়, ‘গেমিংয়ের ক্ষেত্রে ভিভো এক্স৮০ ফাইভজি সুপার সলিড। টানা এক ঘন্টারও বেশি গেম খেলেছি। হিটিং হয় না। পারফরমেন্সটা বেশ স্মুথ।’

ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন দিয়ে জনপ্রিয় গেম ‘কল অব ডিউটি’ টানা খেলেছেন ফারাবি। তিনি বলেন, ‘কল অব ডিউটি গেমসটি হাইয়েস্ট গ্রাফিকসে খেলেছি। কোনো ধরণের ল্যাগিং বা ফ্রেম ড্রপ ধরা পড়েনি। যারা কল অব ডিউটি পছন্দ করেন তারা স্মার্টফোনটি খুবই পছন্দ করবেন।’

ফারাবি বলেন, ‘এতে কুলিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে আলট্রা লার্জ লিকুইড কুলিং ভেপর চেম্বার। যার কারণে স্মার্টফোনটি সহজে হিট হয় না। হিটিং ইস্যু নেই স্মার্টফোনটিতে।’

‘ব্রাইট একটা ডিসপ্লে’

টেক নিয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘সোহাগ ৩৬০’ এর সোহাগ প্রশংসা করেছেন ভিভো এক্স৮০ ফাইভজি এর ডিসপ্লে সহ ক্যামেরার বিষয়গুলো। সোহাগ বলেন, ‘স্মার্টফোনটির ডিজাইন নি:সন্দেহে অসাধারণ। লুকটা দুর্দান্ত।’

সোহাগ বলেন, ‘ডিসপ্লেটা দেখতে দারুণ। কালারফুল। ডিসপ্লের এক্সপেরিয়েন্স অসাধারণ। মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স, গেমিং সবকিছুতে ডিসপ্লে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’

ক্যামেরা নিয়ে বলেন, ‘ভিভো এক্স সিরিজে জেইসের সাথে কাজ করেছে। জেইসের টি স্টার কোটিং ব্যবহার করা হয়েছে।’ সোহাগ বলেন, ‘ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনের ক্যামেরার সফটওয়ার আরো বেশি ইন্টারেস্টিং। প্রথমত ভিভো এটাতে তাদের নিজস্ব ইমেজ প্রসেসর আছে তা ব্যবহার করেছে।’

তিনি বলেন, ‘ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোন দিয়ে ট্রুলি কোয়ালিটিফুল সিনেমাটিক ভিডিও তৈরি করা যায়।’ সোহাগের ভাষায়, ‘আরো কিছু মুভি, ভিডিও ডেডিকেটেড ফিচার আছে। ভিডিওকেন্দ্রিক ফিচার যা থাকার দরকার সবই আছে। স্ট্যাবিলাইজেশনের দিক থেকে ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স পাওয়া যায়।’

সোহাগ জানান, ৮০ ওয়াটের ফার্স্ট চার্জার আছে। যা দিয়ে আধা ঘন্টায় ফুল চার্জ হবে। চার্জিং স্পিড নিয়ে কোনো টেনশন নেই।

তিনি বলেন, ‘ভিডিও সেন্ট্রিক ফোন খুঁজলে বা যদি খুব বেশি ভিডিও করেন তাহলে তা কিনতে পারেন।’

দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি’

ইউটিউব চ্যানেল টেক টু দ্য পয়েন্ট (টিটিপি) এর ওয়াহিদুর রহমানের মন কেড়েছে ভিভো এক্স৮০ ফাইভজি স্মার্টফোনের পারফরমেন্স। তিনি বলেন, ‘এ ফোন থেকে দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি। একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেমনটি হওয়ার কথা ছিল ঠিক তেমন।’

ওয়াহিদুর আরো বলেন, ‘মাল্টি টাস্কিংয়ে দারুণ। দ্রুত অ্যাপ ওপেন হচ্ছিল। একটা অ্যাপ থেকে অন্য অ্যাপে সুইচ করার সময় বোঝাই যাবে না এত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করছে।’

তিনি বলেন, ‘ফোনের ওজন মাত্র ২০৭ গ্রাম। সাইজ অনুযায়ী বেশ হালকাই বলা যায়। এর থিকনেস পাওয়া গেছে ৮.৪ মিলি মিটার।’

তাঁর ভাষায়, ‘এ ফোনে ডুয়ার চিপ ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে ভিভো ভি ওয়ান প্লাস। আরেকটি হচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০। যেটা ৪ ন্যানোমিটারের একটা প্রসেসর। যা ভিভো প্রথমবারের মত নিয়ে এসেছে। এই দুইটির সমন্বয়ে যা পাওয়া গেছে তা অসাধারণ।’

তিনি বলেন, ‘ফোনটিতে ৪৫০০ মিলিএম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যেটাতে আমরা স্ক্রিন অন টাইম পেয়েছি সাড়ে ৬ ঘন্টার মত। এরমধ্যে আমরা ফুল ডে ভিডিও কল, ওয়াই ফাই, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ , ইউটিউব ইত্যাদি ব্যবহার করেছি। ৮০ ওয়াটের চার্জার দিয়ে ১৫ মিনিটের মধ্যেই ৫০ শতাংশ চার্জ পাওয়া যাবে।’

Share This:

*

*