সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নবীন উদ্যোক্তদের কানেকটিং স্টার্টআপস প্রতিযোগিতা সম্পর্কে ধারণা দিতে ২০ জানুয়ারি একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) মিলনায়তনে বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়৷ বক্তা হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন বেসিসের অনুষ্ঠান ও প্রকল্প নির্বাহী শাফায়েত চৌধুরী, প্রেনিউরল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নেজামি, সিলেটের টেকনেক্সট আইটির প্রতিষ্ঠাতা সৈয়দ রেজোয়ানুল হক ও সহপ্রতিষ্ঠাতা শাহজাহান জুয়েল৷ বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে কানেকটিং স্টার্টআপস বাংলাদেশ শীর্ষক প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধকরতে সরাদেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে এমন সেমিনার। তার ধারাবাহিকতায় সিলেটের এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতায় অংশ নিতে আবেদন পদ্ধতি ও নিয়ম কানুন ভিডিও উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন বেসিসের শাফায়েত চৌধুরী। প্যানেল আলোচক সৈয়দ রেজোয়ানুল হক বলেন, ‘নিজেদের উদ্ভাবনী চিন্তা ও কাজ তুলে ধরতে সিলেটের তরুণদের জন্য এই প্রতিযোগিতাটি এক দারুন সুযোগ। নিজেদের প্রমাণ করতে সবার অংশগ্রহণ করা উচিত।দেশীয় পণ্যের বাজার তৈরিতে এমন প্রতিযোগিতা যেন নিয়মিত আয়োজন করা হয় সে আশাবাদ ব্যাক্ত করেন শাহজাহান জুয়েল। প্রেনিউরল্যাবের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ নেজামি বলেন, ‘আমাদের উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতেই এই আয়োজন। এর মাধ্যমে নবীন উদ্যোক্তারা উৎসাহ পাবে, আগ্রহী হবে তাঁদের আইডিয়া বা উদ্যোগ এগিয়ে নিতে।সেমিনার আয়োজনে সহযোগিতা করেছে বেসিস স্টুডেন্ট ফোরাম ও শাবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। উল্লেখ্য, তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে নতুন কোনো উদ্ভাবনী আইডিয়া অথবা দুই বছরের কম সময়ের কোনো স্টার্টআপ যাদের ব্যবসয়িক মূলধন ৫ হাজার ডলারের কম এবং পণ্য রয়েছে তারা কানেকক্টিং স্টার্টআপস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন রাজধানীর জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে স্টার্টআপদের জন্য বরাদ্দকৃত ফ্লোরে সুসজ্জিত অফিস স্পেস, অর্থসংস্থানের ব্যবস্থা, উদ্ভাবনী অনুদান, মেন্টরশিপ, আইনি সহায়তাসহ বিশ্ব স্টার্টআপস এক্সেলারেটর প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ। প্রতিযোগিতার নিবন্ধনের শেষ সময় ৩০ জানুয়ারি। প্রতিযোগিতার বিস্তারিত পাওয়া যাবে (http://www.connectingstartupsbd.net)এই ওয়েবসাইটে।