আসুস, লেনোভো ও রাপুর পণ্য ক্রয়ে মেলায় মিলছে উপহার

এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে চলছে ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬। মেলায় আসুস, লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এবং রাপু ব্র্যান্ডের কম্পিউটার এক্সেসরিজ নিয়ে অংশ নিয়েছে তথ্য প্রযুক্তি পন্যের পরিবেশ গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। মেলায় রাপু ব্র্যান্ডের পণ্যে কিনলেই পাওয়া যাবে স্ক্র্যাচ ইউর লাক নামক একটি স্ক্র্যাচ কাড। এই কার্ডের মাধ্যমেই ক্রেতারা পেতে পারেন স্পিকার, উইন্টার জ্যাকেট এবং টি-শাট সহ আরো আকর্ণীয় সব উপহার। মেলায় আসুস ও লেনোভোর পক্ষ্য থেকেও রয়েছে বিশেষ অফার। আসুসের পক্ষ্য থেকে রয়েছে ‘আসুস স্ক্র্যাচ এন্ড উইন’ শীর্ষক বিশেষ অফার। এই অফারের আওতায় আসুস ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। এর মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ল্যাপটপ , জেনফোন, রাউটার , উইন্টার জ্যাকেট এবং টি-শার্ট সহ অরো আকর্ষণীয় সব উপহার। নতুন বছরে লেনোভোর পক্ষ্য থেকে চলছে নিউ ইয়ার ফেসটিভ্যাল শীর্ষক অফার, যা এই মেলাতেও প্রযোজ্য থাকবে। এই অফারের আওতায় লেনোভো ল্যাপটপ ক্রয়ে ক্রেতারা পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। এটি ঘষলেই ক্রেতারা পেতে পারেন ট্যাবলেট পিসি,এলিডি টিভি, স্মার্টফোন, টাচ্ মোবাইল ফোন, পেনড্রাইভ, ব্রাদার প্রিন্টার, পান্ডা ইন্টারনেট সিকিউরিটি, মাউস বা টি-শার্ট। পাঁচদিন ব্যাপী এই মেলার গ্লোড স্পন্সর আসুস ও লেনোভো এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে রাপু।

Share This:

*

*