সফটওয়্যার ডেভেলপমেন্টে টুলস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়ায় নির্দিষ্ট সফটওয়্যার তৈরির পরিকল্পনা থেকে শুরু করে ব্যবহারকারীর কাছে সরবরাহ করা এবং তার অভিজ্ঞতা জানা অবধি পুরো প্রক্রিয়ায় স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে ব্যবস্থাপনা করার বিষয়ে বেসিসের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিলিকন ভ্যালি ভিত্তিক প্রতিষ্ঠান কোভেয়ার সফটওয়্যারের সহযোগিতায় শনিবার বিকেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে আলোচনা করেন কোভেয়ার সফটওয়্যারের মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক অমিত দাস গুপ্ত ও পরিচালক শিবাজি গুপ্ত।

সেমিনারে উপস্থিত বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল বলেন, বর্তমানে মানসম্পন্ন সফটওয়্যার তৈরি যেমন জরুরী, তেমনই জরুরী মানসম্পন্ন সফটওয়্যার তৈরির পদ্ধতির আধুনিকায়ন। এই আধুনিকায়ন করার জন্য প্রয়োজন স্বয়ংক্রিয় টুলস, যা এ সেমিনারে সুন্দরভাবে উপস্থাপন করা হয়।

সেমিনারে রিকোয়ারমেন্ট ম্যানেজমেন্ট, ডিজাইন ম্যানেজমেন্ট, টেস্ট ও ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট, বিল্ড এবং রিলিজ ম্যানেজমেন্ট, ডিফেক্ট ম্যানেজমেন্ট ও ইউজার এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট প্রক্রিয়ার বিভিন্ন টুলসের বিশদ তুলে ধরা হয়।    সেমিনারে বেসিসের প্রায় ৪০টি সদস্য কোম্পানি থেকে অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।

Share This:

*

*