ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান পিক্সেলার এখন ফরিদপুরে

বর্তমান সময়ে দেশের হাজার হাজার তরুণ-তরুণী ঘরে বসেই ফ্রিল্যান্সিং করছে। এই দক্ষ ফ্রিল্যান্সাররা বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক। তবে এখন দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও দক্ষ ফ্রিল্যান্সার গড়ে তুলতে সরকারি ও বেসরকারি পর্যায়ে গ্রহণ করা হচ্ছে নানা উদ্যোগ।

ফ্রিল্যান্সিং সেক্টরকে আরো এগিয়ে নিতে এবং দক্ষ ফ্রিল্যান্সার তৈরির করার লক্ষ্য নতুন বছরে ফরিদপুর জেলায় ফ্রিল্যান্স আউটসোর্সিং প্রতিষ্ঠান পিক্সেলার ইনস্টিটিউট যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি ২ বছরের ধরে ঢাকায় ফ্রিল্যান্সার তৈরির কাজ করে যাচ্ছে।

বর্তমানে গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা বিশ্বব্যাপী, দেশেও রয়েছে এর প্রচুর কর্মস্থান। ডিজাইনাদের চাহিদার কথা চিন্তা করে পিক্সেলার ইনস্টিটিউট প্রাথমিক অবস্থায় ফরিদপুরে গ্রাফিক্স ডিজাইন সেবা চালু করেছে।

এ ব্যাপারে পিক্সেলারের প্রধান নির্বাহী হাসানুজ্জামান রুবেল বলেন, ২০১৮ সাল নাগাদ মোবাইল অ্যাপ্লিকেশনের বাজার গিয়ে দাঁড়াবে ১০০ বিলিয়ন ডলারে। এই যে বিপুল পরিমাণ অ্যাপ্লিকেশন তৈরির চাহিদা, এই অ্যাপ্লিকেশনগুলোর ডিজাইন করার জন্য প্রচুর ডিজাইনার লাগবে। তাই আমরা ফরিদপুরে দক্ষ ডিজাইনার তৈরির উদ্যোগ হাতে নিয়েছি।

তিনি আরো বলেন, সব কিছুই এখন শহর কেন্দ্রিক হয়ে গেছে। কিন্ত আউটসোর্সিং খাতকে এগিয়ে নিতে হলে প্রয়োজন দেশের সকল স্তরে দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করা। আরো জানতে ভিজিট: www.institute.pixelrr.com

Share This:

*

*