ডিজিটাল পেমেন্ট সিস্টেম বিকাশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডর (আইবিবিএল) সেলফিন অ্যাপ এবং উপায় ব্যবহার করে টিকিট কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে দেশের বৃহত্তম অনলাইন টিকেটিং সার্ভিস বিডিটিকেটস।
গ্রাহকরা উপায় অ্যাপ ব্যবহার করে বিডিটিকেটস থেকে অনলাইন টিকিট কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারেন। আফারটিতে গ্রাহকরা এককালীন সর্বোচ্চ ১০০ টাকা ছাড়সহ মোট ৩০০ টাকা পর্যন্ত মূল্য ছাড় পাবেন। অফারটি উপভোগ করতে, গ্রাহকদের ‘উপায়১৫’ ডিসকাউন্ট কোড ব্যবহার করতে হবে।
এছাড়া আইবিবিএলের সেলফিন অ্যাপটি ব্যবহার করে গ্রাহকরা বিডিটিকেটসে পেমেন্টের ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় উপভোগ করতে পারেন। আফারটিতে গ্রাহকরা পাবেন সর্বোচ্চ ১০০ টাকা ছাড় এবং একজন গ্রাহক সর্বোচ্চ চারবার এই ছাড় উপভোগ করতে পারবেন। অফারটি উপভোগ করতে, গ্রাহকদের ‘আইবিবিএল১০’ ডিসকাউন্ট কোড ব্যবহার করতে হবে।
ডিসকাউন্ট ছাড়াও, বিডিটিকেটস থেকে টিকিট কেনার ক্ষেত্রে বিকাশ দিচ্ছে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার এবং
সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক সহ একজন গ্রাহক দুইবার অফারটি উপভোগ করতে পারেন।