লাইসেন্সবিহীন কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক আদান-প্রদান থেকে বিরত থাকতে এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশে ব্যাংক। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত ৩০ জুন জারিকৃত এই নির্দেশনায় বলা হয় The Post Office Act, 1898(Act No. VI of 1898) এর ধারা 4B ও 4C এবং মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস বিধিমালা ২০১৩ এর বিধি ১১(১) এর নির্দেশনা অনুযায়ী লাইসেন্স বিহীন মেইলিং অপারেটর কুরিয়ার সার্ভিস মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ পরিবহন ওবিলি বিতরণ নিষিদ্ধ করা হয়েছে।
লাইসেন্সবিহীন মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ পরিবহন ও বিলি বিতরণ নিষিদ্ধ থাকা স্বত্বেও বিভিন্ন ব্যাংক এরুপ প্রতিষ্ঠানের মাধ্যমে ডাক দ্রব্যাদি আদান প্রদান করছে বলে জানা গিয়েছে। তাই লাইসেন্স বিহীন মেইলিং অপারেট্র ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাক দ্রব্য গ্রহণ পরিবহন ওবিলি বিতরণ হতে বিরত থাকার জন্য নির্শন প্রদান করা হয়েছে।
ব্যাংক কোম্পানী আইন ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং এ নির্দেশনা অবিলম্বে কার্কর হবে।