হ্যাক হয় এমন কয়েকটি প্রযুক্তি পণ্য

সামনেই আসছে বড়দিন। বড়দিন উপলক্ষ্যে অনেকেই পাবেন উপহার। আবার অনেকেই দিবেন। এই উপহারের তালিকায় থাকতে পারে বিভিন্ন প্রযুক্তি পণ্য।

আর তাই ইন্টেল সিকিউরিটি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে সবচেয়ে বেশি হ্যাকিং-এর শিকার হয় এমন কয়েকটি পণ্য বা সেবার তালিকা করা হয়। এগুলো হলো-

স্মার্টওয়াচ

স্মার্টওয়াচ খুব সহজেই হ্যাকিং-এর শিকার হতে পারে। এটা স্মার্টফোনের সাহায্যে হ্যাক করা হয়। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত ইমেইল, এসএমএস ইত্যাদি চুরি হয়। এছাড়াও ইমেইল অ্যাড্রেস, ফোন নম্বর, জন্মতারিখ ইত্যাদিও চুরি হতে পারে।

স্মার্টফোন ট্যাবলেট

স্মার্টফোন এবং ট্যাবলেট-এর ব্লুটুথ কানেকশন নিয়ন্ত্রণে নিয়ে হ্যাকাররা এগুলো হ্যাক করতে পারে। এর মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করতে পারে। তাই এগুলো ব্যবহারে সতর্ক থাকতে হবে।

ড্রোন

হ্যাকাররা ওয়াই-ফাই কানেকশনকে অবলম্বন করে ড্রোন হ্যাক করতে পারে। আর যে ড্রোনগুলো ভিডিও ক্যামেরা ধারণ করে সেগুলো থেকে চুরি করে নিতে পারে বিভিন্ন ভিডিও।

বাচ্চাদের বিভিন্ন গেজেট

এগুলো ছাড়াও বাচ্চাদের বিভিন্ন আকর্ষণীয় জিনিসও বিভিন্ন উপায়ে হ্যাক করা হয় বলে গবেষণায় উঠে আসে। যেমন-ই-বুক, রিমোট কন্ট্রোল গাড়ি ইত্যাদি।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share This:

*

*