দেশীয় বাজারে অপো এফ১৯ প্রো

দেশীয় বাজারে উন্মোচন করা হলো অপো “এফ১৯ প্রো”। এ উপলক্ষে গতকাল ১০ মার্চ আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয় এক জমকালো অনুষ্ঠানের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মি. ডেমন ইয়াং, কান্ট্রি পিআর এবং কমিউনিকেশন্স ম্যানেজার জোশিতা সানজানা রিজভান, মিডিয়া ম্যানেজার তেহসিন মুসাভি  এবং “এফ১৯ প্রো” এর আইকনিক ব্র্যান্ড-অ্যাম্বাসেডরস সিয়াম আহমেদ এবং সাফা । অপো “এফ১৯ প্রো” সম্পর্কে জোশিতা সানজানা রিজভান বলেছেন, এই ফোনের অত্যাধিক স্টাইলিশ আউটলুক ও অসাধারণ সব ফিচার তরুণ প্রজন্মকে আরও বেশী আকর্ষিত করবে এবং এর বাজারমূল্য ফোনটির ফিচার ও অন্যান্য গুণগত মানের তুলনায় অনেক সাশ্রয়ী।

অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিঃ ড্যামন ইয়াং “এফ১৯ প্রো” এর বাজারমূল্য, টেলিভিশন বিজ্ঞাপন এবং অন্যান্য সমস্ত এক্সক্লুসিভ স্পেসিফিকেশন তুলে ধরেন । নতুন অপো “এফ১৯ প্রো” হ্যান্ডসেটটিকে দুটি নজরকারা রঙে পাওয়া যাবে, “ফ্যান্টাস্টিক পার্পল” এবং “ফ্লুইড ব্ল্যাক”। ফোনটিতে পাওয়া যাবে ডুয়াল-ভিউ ভিডিওগ্রাফি, আপগ্রেডেড রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেট, বিশাল স্টোরেজ এবং দীর্ঘ-মেয়াদি গেমিং সুবিধা। ভুক ফ্ল্যাশ চার্জিং ৪.০ সহ এতে থাকছে হাই পাওয়ারের ব্যাটারি।

হালকা ওজনের এই ফোনটিতে ওভারহিটিং প্রবলেম থাকছে না।  অপো “এফ১৯ প্রো”এর ফার্স্ট সেল  শুরু হবে ১৮ই মার্চ থেকে । ফার্স্ট সেলের আগ পর্যন্ত গ্রাহকরা প্রি অর্ডার করতে পারবেন। প্রি অর্ডারের সাথে থাকছে রবির  ২০জিবি,  ৪জি ইন্টারনেট ফ্রি। দাম ২৮৯৯০ টাকা।

Share This:

*

*