বেটার ফিউচার ফর উইমেন-এর সাথে উবারের চুক্তি

আন্তর্জাতিক মহিলা দিবস ২০২১ উপলক্ষে ঢাকা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান, ‘বেটার ফিউচার ফর উইমেন’ (বিএফডাব্লিউ)-এর সাথে আজ চুক্তি স্বাক্ষর করেছে উবার। নারীরা যাতে দক্ষতা অর্জন করার মাধ্যমে উবারের প্ল্যাটফর্মে চালক হিসেবে জীবিকা নির্বাহ করতে পারেন তা নিশ্চিত করাই এই চুক্তির লক্ষ্য।

উবার বাংলাদেশের কান্ট্রি হেড মোঃ আলী আরমানুর রহমান এবং বিএফডাব্লিউ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, সুমাইয়া শিমু এই চুক্তি স্বাক্ষর করেন।

এই অংশীদারীত্বের লক্ষ্য হলো দক্ষতা বৃদ্ধি এবং টেকসই জীবিকা অর্জনের সুযোগ প্রদানের মাধ্যমে সমাজের প্রান্তিক শ্রেণীর নারীদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করা। এছাড়াও মার্চের শেষে একটি অনবোর্ডিং মেলার আয়োজন করবে উবার, যেখানে আগ্রহী নারীরা উবার প্ল্যাটফর্মে চালক হিসেবে সাইন আপ করতে পারবেন। উবারের সাথে যোগদান করার পর নারী চালকদের বিভিন্ন ধরণের সহযোগিতা প্রদানের জন্য একটি স্বতন্ত্র হটলাইন নম্বর চালু করা হবে।

উবার, বাংলাদেশের কান্ট্রি হেড মোঃ আলী আরমানুর রহমান বলেন, “বাংলাদেশের উন্নয়নের জন্য অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নীতি ও পরিকল্পনা গ্রহণ এবং সর্বস্তরের নারীদের আর্থিকভাবে স্বাধীন হওয়ার সুযোগ তৈরি করে দিতে উবার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। উবার অ্যাপ ব্যবহার করে জীবিকা নির্বাহের জন্য প্রান্তিক অঞ্চলের নারীদের যে ধরনের দক্ষতার প্রয়োজন সেগুলো বৃদ্ধি করতে ‘বেটার ফিউচার ফর উইমেন’-এর সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য উপার্জন, নিরাপত্তা ও সহায়ক পরিষেবার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমরা আরও নারী চালকদের আমাদের প্ল্যাটফর্মে যুক্ত করতে পারবো, যেন তারা দেশের পরিবহন খাতে নিজেদের স্থান তৈরি করে নিতে পারেন।”

বেটার ফিউচার ফর উইমেন -এর প্রতিষ্ঠাতা সুমাইয়া শিমু বলেন, “রাইডশেয়ারিং এখন ঢাকা ও এর বাইরের শহরের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। উবার তাদের রাইডশেয়ারিং প্ল্যাটফর্মে নারীদের যুক্ত করার মাধ্যমে বাংলাদেশী নারীদের জন্য আর্থিক সম্ভাবনা তৈরি করে দেয়ার যে উদ্যোগ নিয়েছে তাতে যুক্ত হতে পেরে ‘বেটার ফিউচার ফর উইমেন’ অত্যন্ত আনন্দিত।”

Share This:

*

*