প্রযুক্তির ক্রিকেট

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) কতৃক আয়োজিত ‘আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০’ এর দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ চারটি ম্যাচ ১৩ ডিসেম্বর রবিবার রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়।

সকাল ৭.৩০ এ দিনের প্রথম ম্যাচে এবি কম্পিউটার্সকে হারিয়ে এক্সেল রয়েলস ৯ উইকেটে জয়লাভ করে। ৩ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন এক্সেল রয়েলস এর শামীম। দ্বিতীয় ম্যাচে নাঈমা ওয়ারিয়রস্ ১৭ রানের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে সিটি আইটি রোয়ার। ৪ উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হন নিশাত।

দ্বিতীয়ার্ধের খেলায় বাক্কো মুখোমুখি হয় থ্রিএস টাইগার্স এর। প্রথমে ব্যাট করতে নেমে থ্রিএস টাইগার্স বাক্কোকে  ১৩৫ রানের টার্গেট দেয়। ৬২ রানে গুটিয়ে যায় বাক্য। ৪ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন থ্রিএস টাইগার্স এর তৌহিদুল। শেষ  খেলায় আইএসপিএবি এর দেয়া ৫৪ রানের টার্গেটকে হাতে ৮ উইকেট রেখেই জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় এমসিএস সুপার কিং। শেষ খেলায় ৩ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন এমসিএস সুপার কিং এর মেহেদি।

১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল। সকাল ৭.৪৫ মিনিটে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে আইটি পল্লীর মুখোমুখি হবে এক্সেল রয়েলস। সকাল ৯.৪৫ এ সি এন্ড সি বিক্রমপুরের মুখোমুখি হবে সিটি আইটি রোয়ার। দুপুরের ম্যাচে টিম অরাসের প্রতিদ্বন্দ্বিতা করবে থ্রি এস টাইগার্স। শেষ ম্যাচে ইনপেইস এর মুখোমুখি হবে এমসিএস সুপার কিংস।

প্রসঙ্গত, ১৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে আভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Share This:

*

*