এরিকসন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার প্রধান ডেভিড হেগারব্রো

সম্প্রতি, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়া এবং গ্লোবাল কাস্টমার ইউনিট আজিয়াটার হেড অব এরিকসন হিসেবে ডেভিড হেগারব্রোকে নিয়োগের ঘোষণা দিয়েছে এরিকসন (নাসডাক: এরিক)। এ পদে দায়িত্ব গ্রহণের আগে ডেভিড দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া এবং ভারতের হেড অব স্ট্র্যাটেজি, টেকনোলজি এবং সরকার ও খাত সংশ্লিষ্ট সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রধানের দায়িত্ব পালন করেন।

এ নিয়ে এরিকসনের দক্ষিণপূর্ব এশিয়া, ওশেনিয়া ও ভারতের প্রধান নুনজিও মিরতিল্লো বলেন, ‘এরিকসনের জন্য বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ বাজারগুলোতে আমাদের ক্রেতাদের জন্য পূর্ণাঙ্গ কানেক্টিভিটির সুবিধা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডেভিড এরিকসন একজন অভিজ্ঞ ও দক্ষ নির্বাহী; যিনি এ অঞ্চলে এরিকসনের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছেন। এ বাজারগুলোতে এরিকসনের অঙ্গীকার বাস্তবায়নে ডেভিড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি।’

নেতৃত্ব প্রদান ও প্রযুক্তি খাতে ডেভিড হেগারব্রো ২০ বছরেরও বেশি সময়ের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৮ সালে এরিকসনে যোগ দেন। বিক্রয়, ব্যবস্থাপনা, প্রযুক্তি, কৌশল প্রণয়বণ ও সরকারি খাতের সাথে সম্পর্কন্নোয়নে হেগারব্রো এরিকসনের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন এবং সুইডেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশে সফলভাবে ব্যবসা সম্প্রসারণে নেতৃস্থানীয় ভূমিকা রেখেছেন।

নতুন এ দায়িত্ব সম্পর্কে ডেভিড বলেন, ‘এ অঞ্চলের বাজারগুলোতে আমাদের ক্রেতাদের সাথে সরাসরি কাজ করতে পেরে এবং অত্যাধুনিক সমাধান ও প্রযুক্তি সহায়তা প্রদানের মাধ্যমে তাদের ব্যবসায়িক সাফল্য অর্জনের জন্য কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বাজারে এরিকসন শক্তিশালী অবস্থানে রয়েছে। একইসাথে এ বাজারগুলোর গ্রাহকদের কানেক্টিভিটি সুবিধা ও মোবাইল ব্রডব্যান্ড সেবা প্রদানে যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে যৌথ অংশীদারিত্বে কাজ করছে এরিকসন।

Share This:

*

*