ইউএস ট্রেড শো’তে এসট্রোফিজিকস এর সিকিউরিটি পন্য প্রদর্শন করছে স্মার্ট

২৭ ফেব্রæয়ারি ২০২০ তারিখে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ইউএস ট্রেড শো। মেলায় বিশ্বখ্যাত আমেরিকান ব্র্যান্ড এসট্রোফিজিকস এর সাথে যুগ্নভাবে অংশগ্রহন করছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। স্মার্ট টেকনোলজিস এর প্যাভিলিয়নে এসট্রোফিজিকস এর কার্গো স্ক্যানার, ভেহিক্যাল স্ক্যানার, লাগেজ স্ক্যানার, মোবাইল স্ক্রীনিং স্ক্যানার, চেকপয়েন্ট স্ক্যানার এবং মেইল ও স্মল স্ক্যানার এর সল্যুশন প্রদর্শন করা হচ্ছে।

Share This:

*

*