‘বজলু জানে লাশের পরিচয়’। নামটিই চমকে দেওয়ার মতো। গল্পগুলোও তাই। বইটির লেখক তরুণ কথাসাহিত্যিক হাবিবুল্লাহ ফাহাদ। বইটি প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড। অমর একুশে গ্রন্থমেলায় ১৯নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।
‘বজলু জানে লাশের পরিচয়’ লেখকের তৃতীয় গল্পগ্রন্থ। বইটিতে রয়েছে বারোটি গল্প। প্রতিটি গল্পের বিষয়ে বৈচিত্র্য রয়েছে। গল্পের শরীরে উঠে এসেছে সমকালীন প্রেক্ষাপট, সমাজ, বাস্তবতা আর জীবনের অলৌকিক সব টানাপড়েন। আছে যুদ্ধদিনের পটভ‚মিতে লেখা আখ্যানও।
বইটিতে ঠাঁই পাওয়া গল্পগুলো হচ্ছে- কৃষ্ণপক্ষে যাত্রা, বজলু জানে লাশের পরিচয়, ময়েন গাছি, নিরুদ্দেশ, কাঁটা, একটি অচীন গাছের উপকথা, কবিরাও অবসরে যান, সালিশ, অপেক্ষা, ত্রপার জন্য, বল্লা চেনার উপায়, আয়না।
প্রতিটি গল্পের আলাদা বৈশিষ্ট্য পাঠককে দেবে তৃপ্তিময় পাঠের উপলব্ধি। যেখানে পাঠক খুঁজে পাবেন তার নিজের অব্যক্ত কথা, জীবনের সরল-গরল পাঠ।
বইটি সম্পর্কে লেখক হাবিবুল্লাহ ফাহাদ বলেন, ‘এই বইটির গল্পগুলো বিগত দুই বছরে লেখা। সমসাময়িক ঘটনাপ্রবাহ যেমন গল্পের উপাত্ত হয়েছে, তেমনি অতীতের সঙ্গেও একটা নিবিড় সেতু গড়ার চেষ্টা করেছি। আগের দুটি গল্পের বই থেকে এই বইটি আঙ্গিকেও বেশ আলাদা। আশা করি পাঠকের ভালো লাগবে।’
‘বজলু জানে লাশের পরিচয়’ বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী গৌতম ঘোষ। মলাটের মূল্য ২৫০ টাকা। বইমেলায় ২৫ শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে ১৮৮ টাকায়। এছাড়া রকমারি ডটকম থেকেও পাঠক ঘরে বসে কিনতে পারবেন। রকমারির লিংক- http://bit.ly/2u2pzty
এছাড়া হাবিবুল্লাহ ফাহাদের অন্য বইগুলোর মধ্যে উপন্যাস আছে দুটি। যথাক্রমে ‘জলপাই রঙের দিনরাত’ (সময় প্রকাশন), ‘বসন্ত রোদন’ (পার্ল পাবলিকেশন্স)। গল্পগ্রন্থগুলো হচ্ছে- ‘দরজার ওপাশে ভোর’ (সময় প্রকাশন), ‘দানামাঝির বউ’ (রোদেলা প্রকাশনী)।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে লিখেছেন ‘আমাদের বঙ্গবন্ধু’ (বিদ্যাপ্রকাশ)। আছে একাত্তরে রণাঙ্গনের তিন যোদ্ধার সাক্ষাৎকার বিষয় বই ‘তিন যোদ্ধার মুখোমুখি’ (বিদ্যাপ্রকাশ), ‘স্বকৃত নোমানের কথামালা-গহিনের দাগ’ (বিদ্যাপ্রকাশ)। মেলায় সব বই পাওয়া যাবে।