প্রায় পৌনে দুই কোটি টাকার মোবাইল হ্যান্ডসেট- সরঞ্জামাদি জব্দ, জরিমানা ১২ লাখ

ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন (বিটিআরসি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) যৌথ অভিযানে প্রায় পৌনে দুই কোটি টাকার মোবাইল হ্যান্ডসেট-সরঞ্জামাদি জব্দ  এবং এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব- ৭ গত ১৮ ডিসেম্বর পতেঙ্গা, চট্রগ্রাম এবং চট্রগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিটিআরসির ইনফোর্সমেন্ট এবং ইন্সপেকশন শাখার উপপরিচালক প্রকৌঃ রোখসানা মেহজাবীন এর নেতৃত্বে কতোয়ালী থানার রেজোয়ান কমপ্লেক্স, রিয়াজউদ্দিন বাজার এবং ইপিজেড থানার গাজী কমপ্লেক্স ও বে শপিং সেন্টারে নকল ও অনুমোদনবিহীন মোবাইল হ্যান্ডসেট বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালায়।

পরদিন র‌্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার সদর মডেল থানার লালদিঘীর পাড়, বিলকিস শপিং কমপ্লেক্স এবং ২১ ডিসেম্বর র‌্যাব-৭ ও চট্রগ্রাম জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় চট্রগ্রামের সানমার ওশান সিটি, ইউনেসকো সিটি সেন্টার এবং ফিনলে স্কোয়ারে অভিযান চালনা করা হয়।

পর পর তিনটি অভিযানে আনুমানিক দেড় কোটি টাকার  ৩৯১ টি অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেট, ২০ টি অবৈধ স্মার্ট ওয়াচ জব্দ করা হয়। এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ১৯ টি মামলা এবং চার লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে সবার উপস্থিতিতে জব্দকৃত মালামাল ধ্বংশ করা হয়।

পাশাপাশি ১৯ ডিসেম্বর ঢাকার মোতালেব প্লাজা, নাহার প্লাজায় ও অভিযান চালানো হয়। এবং এ অভিযানে বিপুল পরিমান নকল ও অনুমোদনহীন ট্যাব, মোবাইল হ্যান্ডসেট, ব্যাটারি, হেডফোন, মোবাইল চার্জার ও ভুয়া আইএমআই স্টিকার জব্দ করা হয়। যার বাজার মুল্য আনুমানিক ১৭ লাখ টাকা। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এবং বিটিআরসির ইনফোর্সমেন্ট এবং ইন্সপেকশন শাখার সহকারী পরিচালক কাজী মাঈনুল হাসান। ঐ দিন তিনটি দোকান সিলগালা করার পাশাপাশি জড়িত ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং এক ব্যাসায়ীকে এক বছরের কারাদন্ড দেওয়া হয়।

অভিযানের তদারকিতে ছিলেন বিটিআরসির ইএন্ডআই শাখার পরিচালক এম এ তালেব হোসেন।  বিটিআরসি জানায়, তাদের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফেরাতে অবৈধ মোবাইল ব্যবসার বিরুদ্ধে এ ধরনের অভিযান চালু থাকবে।

বিটিআরসির  এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের এসব তথ্য তুলে ধরা হয়।

Share This:

*

*