২৬ বছরে কোরসেয়ার ব্র্যান্ড

বিশ্বখ্যাত আমেরিকান এক্সেসরিজ ব্রান্ড কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশের ন্যয় বাংলাদেশেও কোরসেয়ার পন্যে বিশেষ অফার শুরু হয়েছে। কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির সাউথ এশিয়া কান্ট্রি ম্যানেজার এম এ মান্নান বলেন, আমাদের আজকের এই অবস্থানে পৌঁছাতে যারা আমাদের সহযোগিতা করেছেন, তাদের সকলকে কোরসেয়ার এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব দৃঢভাবে বিশ্বাস করি যে মার্কেটে সাফল্যের মূলমন্ত্র হচ্ছে প্রচলিত পন্যের চেয়ে শ্রেয়তর পন্য বাজারে প্রতিষ্ঠা করতে পারা। আমরা এই অঞ্চলে আরও বেশি হালনাগাদ পন্য বাজারে ছাড়তে চাই এবং সেগুলোর আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে চাই। কোরসেয়ার এর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশের যেকোন মার্কেট থেকে ক্রিস্টাল সিরিজ ৬৮০ আরজিবি কেস কিনলেই কাস্টমারগন পাবেন একটি এইচএস৩৫ গেমিং হেডসেট। বিস্তারিত: ০১৭৫৫৬০৬২৮৯।

Share This:

*

*