বাজারে নকিয়ার ৭ ফোন

নকিয়া  ফোনেরনির্মাণ সংস্থা এইচএমডি গ্লোবাল,  আজবুধবার রাজধানীর স্থানীয় এক হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে মাঝারি রেঞ্জেরদুটি অ্যান্ড্রয়েড ফোনসহ নকিয়া ব্র্যান্ডের সাতটি নতুন হ্যান্ডসেট উন্মেচনেরঘোষণা দিয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  এইচএমডি গ্লোবালেরপ্যান এশিয়া হেড রাভি কুনওয়ারও বাংলাদেশের এইচএমডি গ্লোবালের বিজনেসের প্রধান ফারহান রশিদ ।

রাভিকুনওয়ার বলেন, বিগত বছরগুলোতে গ্রাহকদের কাছ থেকে পাওয়াভালবাসা ও সমর্থন বাংলাদেশকেসর্বদা আমাদের কাছে বিশেষ বাজারহিসেবে দাঁড় করিয়েছে। আজ আমরাযেই নতুন দুইটি স্মার্টফোন উন্মোচনকরেছি, আমার দৃঢ় বিশ্বাসগ্রাহকরা এর অত্যাধুনিক ডিসপ্লেও ছবি তোলার দারুণঅভিজ্ঞতা উপভোগ করবেন। এছাড়াও ফোন দুটির সাথে গ্রাহকরা পাচ্ছেন তিন বছরেরমাসিক সিকিউরিটি প্যাচ ও দুই বছরের ওএস ( অপারেটিং সিস্টেম) আপডেট। স্মার্টফোন দুটির মডেল হলো যথাক্রমে  নোকিয়া ৭.২ ও ৬.২।

নকিয়া৭.২ ফোনটিতে ব্যবহারকরা হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও ৪৮ মেগাপিক্সেলক্ষমতার জেইস অপটিক্স। অপরটি নকিয়া ৬.২। ফোনটিতেরয়েছে পিওর ডিসপ্লে স্ক্রিন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের নিয়ন্ত্রিত তিন ক্যামেরার সেটআপ।পাশাপাশি দুটি ফোনেই ব্যবহারকরা হয়েছে দুই দিনের ব্যাটারিলাইফ যা একসাথে ডিসপ্লেও ছবি তোলার দারুণএক অভিজ্ঞতা দিবে। এছাড়া, নোকিয়া ৭.২ ও নকিয়া ৬.২ তে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড-১০ এবং প্রিমিয়ামনর্ডিক ডিজাইনের শ্বৈল্পিক কারুকাজ।

স্মার্টফোনের পাশাপাশি ৫ টি ফিচার ফোনেরওে উন্মোচন ঘোষনা করা হয় আজকের সংবাদ সম্মেলনে। মডেলগুলো হলো নকিয়া-১০৫, ২২০,  ৮০০ টাফ, ২৭২০ ও ১১০।

বাংলাদেশেরএইচএমডি গ্লোবালের বিজনেসের প্রধান ফারহান রশিদ বলেন, ফিচারফোনের সেরা ব্র্যান্ড হিসাবেআমরা আমাদের গ্রাহকদের বিভিন্ন চাহিদা মেটাতে ডিজাইন, ফর্ম-ফ্যাক্টর এবংকার্যকারিতায় নতুনত্ব আনতে অবিরত নতুনপ্রযুক্তি নিয়ে আসছি। নোকিয়ারনতুন ফিচার ফোনগুলি আমাদের পোর্টফোলিও বাড়ানোর সাথে সাথে নতুনগ্রাহকদের কাছে সর্বশেষতম ফিচারএবং নেটওয়ার্ক ব্যবহারের বিশ্বাসযোগ্য ফোন হিসেবে পরিচিতিপাবে বলে আশা করছি।

Share This:

*

*