ইভ্যালিতে পাওয়া যাবে মটোরোলা স্মার্টফোন

অনলাইনে ক্রেতাদের সবচেয়ে ভালো এবং অফিশিয়াল পণ্য সরবরাহের জন্য ইভ্যালি ডট কম ও স্মার্ট টেকনোলিস (বিডি) লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। ফলে এখন থেকে ইভ্যালি ডট কমে মটোরোলার সব মডেলের স্মার্টফোন পাওয়া যাবে।

স্মার্ট টেকনোলজিস হলো বাংলাদেশ মটোরোলার ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। এই চুক্তির ফলে এখন থেকে ইভ্যালিতে মটোরোলার সব স্মার্টফোন বিশেষ অফারে পাওয়া যাবে। কেনার ক্ষেত্রে পাওয়া যাবে নানান সুবিধা।  ভবিষ্যতে স্মার্ট টেকনোলজিসের অন্যান্য প্রযুক্তি পণ্যও পাওয়ায যাবে।

অতি সম্প্রতি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইভ্যালি ডট কমের চিফ অপারেশন্স অফিসার জান্নাতুল নাঈম, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মাশরুখ খান, ম্যানেজমেন্ট ট্রেইনি নাদিয়া আফরোজ দিশা এবং স্মার্ট টেকনোলজিসের টেলিকম বিজনেস ও ডিজিটাল মার্কেটিং বিভাগের পরিচালক সাকিব আরাফাত, ন্যাশনাল সেলস ম্যানেজার হুমায়ুন কবির, হেড অব অপারেশন আবু দোজানা সুজন, কী অ্যাকাউন্ট ম্যানেজার মনির হোসাইন এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মার্কেটিং ও করপোরেট অ্যাফেয়ার্স) নাহিয়ান মাহমুদ।

 

Share This:

*

*