‘মিডিয়ার’ মাধ্যমে টিউটর নিয়োগ দেয়ার জটিলতার শেষ নেই। এছাড়া টিউটররাও প্রতারিত হন প্রায়ই। এই জটিলতা এড়াতে এবং ছাত্র পড়ানোর ব্যবস্থাটিকে নতুন একটি কাঠামোয় নিয়ে আসতে কাজ করে যাচ্ছে কেয়ার টিউটরস ডট কম। ওয়েবসাইটটি সাহায্যে অভিভাবকরা যেমন খুব সহজেই যোগ্য টিউটর খুঁজে পাবেন, তেমনি টিউটররাও পাবেন ঝামেলাহীনভাবে পড়ানোর সুযোগ। বর্তমানে রাজধানী ঢাকায় বেশ সাড়া ফেলেছে কেয়ার…