৬৪ আইটি শপ দিবে ৬৪ জেলায় সেবা

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর কার্যালয়ে, গিগাবাইট ও বিসিএস এর সহযোগিতায় ৬৪ আইটি শপ  এর  শুভ  উদ্বোধন  অনুষ্ঠিত হয়েছে।

৬৪ আইটি শপ একটি অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান । এর মাধ্যমে একজন ক্রেতা ঘরে বসেই অর্ডার করতে পারবে সকল ধরনের কম্পিউটার ও এর আনুষাঙ্গিক  জিনিসপত্র । ৬৪ আইটি শপ তাদের এই সেবা ৬৪ টি জেলায় দিয়ে থাকবে ,যাতে করে একজন ক্রেতা ঘরে বসেই সারাদেশে সেবা পায়। আর এই কাজ সফল ভাবে পরিচালনা করার জন্য গিগাবাইট যৌথ ভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস এর ভাইস প্রেসিডেন্ট ইউসুফ আলী শামীম ,সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সুমন,ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আরও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজির টেকনোলজির ডিরেক্টর জাফর আহমেদ ও গিগাবাইট-এর কান্ট্রি ম্যানেজার খাজা মো: আনাস খান

Share This:

*

*