৪১টি ওয়াকি-টকি জব্দ, আটক ০২

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট এন্ড ইন্সপেকশন টিম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৩ (RAB-3) এর যৌথ অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় নিরাপত্তা সেবা প্রদানকারী (Security Solutions Provider) প্রতিষ্ঠান থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দসহ ০২ জনকে আটক করা হয়েছে।

বিটিআরসি’র নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শনিবার মধ্যরাতে পরিচালিত এ যৌথ অপারেশনে আটককৃতরা দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ওয়াকি-টকি’র ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায় । তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১, (সংশোধিত-২০১০) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This:

*

*