২,৫৯৯ টাকায় স্মার্টফোন নিয়ে এলো বাংলালিংক

সবার জন্য ডিজিটাল সেবা নিশ্চিত করতে এবং ডিজিটাল বাংলাদেশগড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষদের জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় বান্ডেল অফারের সাথে সাশ্রয়ী মূল্যের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম স্মার্টফোন। গ্রাহকরা স্মার্টফোনের সাথে আরও উপভোগ করতে পারবেন আকর্ষণীয় বান্ডেল প্ল্যান যাতে থাকছে ৬ গিগাবাইট ফ্রি ইন্টারনেট ডাটা এবং ৯০০ মিনিট টক টাইম (৪৫০ মিনিট অফ-নেট, ৪৫০ মিনিট অন-নেট)

গুলশানে বাংলালিংক- এর প্রধান কার্যালয় টাইগার্স ডেন-এ ‘itel it335’ স্মার্টফোনটি উন্মোচন করা হয়। স্মার্টফোন উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংক- এর চিফ মার্কেটিং অফিসার প্রসূন লাল, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস সিনিয়র ম্যানেজার শিবলী সাদিক এবং আইটেল-এর কান্ট্রি ম্যানেজার শ্যামল কুমার সাহা।

আকর্ষণীয় বান্ডেল প্ল্যানর সাথে ‘itel it335’ স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২,৫৯৯ টাকায়। এই স্মার্টফোনে রয়েছে ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৩.৫” ডব্লিউভিজিএ স্ক্রিন, অ্যান্ড্রয়েড ললিপপ ৫.১, ৫১২ মেগাবাইট র‌্যাম, ৪ গিগাবাইট রম, ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়তি মেমরি ব্যবহারের সুবিধা এবং ১,৪০০ এমএএইচ ব্যাটারি। এই স্মার্টফোনে রয়েছে প্রি-ইনস্টল করা আকর্ষণীয় সব অ্যাপ্লিকেশন যেমন- ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং ইন্সটাগ্রাম।

বাংলালিংকের হেড অফ ডিভাইস শাহরিয়ার আহমেদ রিমন বলেন, “ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে বাংলালিংক- এ আমরা সবসময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের ডিভাইসগুলো আনার চেষ্টা করি। যারা প্রথম স্মার্টফোন অভিজ্ঞতা পেতে চান তাদের জন্য আমরা itel স্মার্টফোন এর সাথে যুক্ত হয়ে আকর্ষণীয় বান্ডেলের সাথে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন আনতে পেরে সত্যিই আনন্দিত”।

আইটেল-এর কান্ট্রি ম্যানেজার শ্যামল কুমার সাহা বলেন, “বাংলাদেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক- এর সাথে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, কানেকটিভিটির পাশাপাশি শক্তিশালী ও সাশ্রয়ী স্মার্ট ডিভাইস দেশের অর্থনীতিতে পরিবর্তন আনতে পারে। সত্যিকারের ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা যৌথভাবে এই ডিভাইসগুলো আনার এই পদক্ষেপ নিয়েছি।”

Share This:

*

*