হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাস এখন পর্যন্ত স্মার্টফোন বিশ্বে ২৩টি উল্লেখযোগ্য স্বীকৃতি পেয়েছে। আকর্ষণীয় ডিজাইন ও লাইকা ডুয়াল লেন্স পোর্ট্রেট ছবি তোলার সুবিধার জন্য ওয়েবভিত্তিক বিশ্বখ্যাত ‘ডিভাইস রিভিউ’ প্রতিষ্ঠানসমূহ এ ডিভাইস দু’টিকে ‘টপ পিক’ বলে ঘোষণা দিয়েছে। হুয়াওয়ে পি১০ এর পূর্ববর্তী হুয়াওয়ে পি৯ ডিভাইসটিও অ্যান্ড্রয়েড সমালোচক ব্যবহারকারীদের কাছ থেকে চমৎকার রেটিং পেয়েছিলো। যা ফোনটিকে ২০১৬ সালের সেরা স্মার্টফোনে পরিণত করেছিলো। বাংলাদেশে স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছিলো ডিভাইসটি। পি৯- এর সাফল্যের ধারাবাহিকতায় হুয়াওয়ে পি১০ ডিভাইসটিও অতিশীঘ্রই বাংলাদেশের বাজারে আসবে।
এ নিয়ে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও রিচার্ড ইউ বলেন, ‘বিশ্বে সংস্কৃতি ও প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রেই নিজেদের ছাড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে, আমরা সার্বিকভাবে জীবনের মানোন্নয়নে ও জীবনকে সমৃদ্ধ করতে নতুন পণ্য ও অভিজ্ঞতা নিয়ে আসতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমাদের আকর্ষণীয় ও নতুন হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাসের ছবি তোলার ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্য ও চমকপ্রদ ডিজাইন এবং হার্ডওয়্যারের উদ্ভাবন ফোনটি ব্যবহারকারীদের একটি শক্তিশালী ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা দিবে।’
নতুন ‘পি’ সিরিজের ডিভাইসগুলো পারফরমেন্সের মানদণ্ড নির্ধারণ ও সৃষ্টিশীল বৈচিত্র্য ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে হুয়াওয়ের প্রতিশ্রুতিকেই প্রকাশ করেছে। ডিভাইস দু’টোর ফিচারগুলোর মধ্যে রয়েছে লাইকা ডুয়াল ক্যামেরার ২.০ সংস্করণ, যা দিবে শৈল্পিক পোর্ট্রেট তোলার স্বাধীনতা আর এর সাথে থাকছে থ্রিডি ডিটেকশন, ডায়নামিক ইলুমিনেশন, পোর্ট্রেট এনহ্যান্সমেন্ট, স্বাভাবিক বোকেহ এফেক্ট এবং হুয়াওয়ে হাইব্রিড জুম। পাশাপাশি, থাকছে বিশ্বের সর্বপ্রথম লাইকা ফ্রন্ট ক্যামেরা এবং এর সাথে নতুন ও আগের চেয়ে উজ্জ্বল সেন্সর। ডিভাইস দু’টিতে চমৎকার ‘সেলফি পোর্ট্রেট’ তোলার জন্য রয়েছে বৃহৎ অ্যাপারচার সুবিধা। ডিভাইস দু’টো নিয়ে এসেছে ফ্যাশনেবল কালার ও নকশা এবং সর্বপ্রথম হাইপার ডায়মন্ড কাট ফিনিশিং। ডিভাইস দু’টিতে রংয়ের বৈচিত্র্য আনতে হুয়াওয়ে যৌথ অংশীদারিত্বে কাজ করেছে প্যানটোনের সাথে।
ডিভাইস দু’টোতে রয়েছে কিরিন ৯৬০ প্রসেসর, হুয়াওয়ে আল্ট্রা মেমোরি এবং ধারাবাহিক পারফরমেন্সের জন্য নতুন ইএমইউআই ৫.১ ও নেতৃস্থানীয় ৪*৪ এলটিই মিমো অ্যান্টেনা সিস্টেম এবং ২*২ ওয়াই-ফাই মিমো অ্যান্টেনা সিস্টেম। অ্যান্ড্রয়েড অথরিটি হুয়াওয়ে পি১০- কে ‘বেস্ট অব এমডব্লিউসি ২০১৭: বেস্ট স্মার্টফোন’ ঘোষণা দিয়েছে। ডিজিটাল ট্রেন্ডস ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ হুয়াওয়ে পি১০-কে ‘বেস্ট ফোনের’ স্বীকৃতি দিয়েছে। এছাড়া তারা হুয়াওয়ে পি১০- এর ডুয়াল লেন্স রিয়ার ক্যামেরা ও এর দক্ষতা নিয়ে বলেছে, ডিভাইসটির মাধ্যমে চমৎকার পোর্ট্রেট তোলা যাবে এবং ছবির কালার অপশনও অত্যন্ত আকর্ষণীয়। অ্যান্ড্রয়েড সেন্ট্রাল হুয়াওয়ে পি১০- কে ‘২০১৭ এমডব্লিউসি টপ পিক’ বলে স্বীকৃতি দিয়েছে।
ফোন অ্যারিনা হুয়াওয়ে পি১০- কে ‘বেস্ট নিউ ফোন’স অ্যান্ড ডিভাইসেস’ বিভাগে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও, উবারগিজমো, টি৩ এবং অন্যান্য স্মার্টফোন সমালোচকরা হুয়াওয়ে পি১০ ও পি১০ প্লাসকে উদ্ভাবন, নকশা ও আকর্ষণীয় ক্যামেরার জন্য সেরার স্বীকৃতি দিয়েছে।