১৬,৪৯৯ টাকায় নতুন ল্যাপটপ!

যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্র্যান্ড ‘আই-লাইফ’ দেশের বাজারে এনেছে  নতুন ল্যাপটপ। ‘জেড এয়ার’  নামের এ ল্যাপটপটি মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ইন্টেল কোয়াডকোর প্রসেসর ও আসল উইন্ডোজ ১০ সমৃদ্ধ এ ল্যাপটপ দুবাই থেকে সরাসরি আমদানি করা হয়। সুরভী এন্টারপ্রাইজ লিমিটেডের বাজারজাতকৃত সহজে বহনযোগ্য ল্যাপটপটির ওজন মাত্র ১.২৫ কেজি।  ১৪ ইঞ্চি এইচডি ডিসপে­র এই ল্যাপটপে সকাল ধরনের কাজ করা যাবে। এতে রয়েছে ১০ হাজার এমএএইচ ব্যাটারি, যার মাধ্যমে টানা ৮ ঘণ্টা ল্যাপটপটি চালানো যাবে। এতে রয়েছে ২ জিবি র‌্যাম, ৩২ জিবি এসএসডি  স্টোরেজ যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।  ডিভাইসটির আকর্ষণীয় দিক হচ্ছে বিনামহৃল্যে ১০০ জিবি ক্লাউড এক্সসেস ব্যবহার সুবিধা। ল্যাপটপটিতে রয়েছে ২টি ইউএসবি পোর্ট টু, এইচডিএমআই ও মাইক্রো এসডি কার্ড পোর্ট। এতে এক্সটারনাল হার্ডডিস্ক, পেনড্রাইভ ব্যবহার করা যাবে। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্রে, সিলভার ও গোল্ডেন রংয়ে। শিক্ষার্থীর পাশাপাশি অফিস এবং ব্যক্তিগত কাজেও স্বাচ্ছন্দ্যে ডিভাইসটি ব্যবহার করা যাবে।  ডিভাইসটি www.pickaboo.com থেকে কিস্তিকে কেনা যাবে।  বিস্তারিত ০১৮৪৭০৫২০৭৯ ।

ল্যাপটপটি ঢাকার বিসিএস কম্পিউটার সিটির (আইডিবি ভবন) রাইয়ান্স কম্পিউটার’স, টেক ভিউ, স্টার টেকের শোরুমে পাওয়া যাবে, এলিপ্যান্ট রোডে মাল্টিপ­ান সেন্টারের বেসিক টেকনোলজি শো রুমে পাওয়া যাবে, এছাড়াও রংপুর, রাজশাহী, চট্টগ্রামসহ, বি সি এস কম্পিউটার মার্কেটের অনুমোদিত ডিলারের শোরুমে পাওয়া যাবে।

Share This:

*

*