এখন থেকে ১২ ডিসেম্বর সরকার জাতীয় তথ্যপ্রযুক্তি দিবস (ন্যাশনাল আইসিটি ডে) পালন করবে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মন্ত্রিসভার বৈঠকে জাতীয়ভাবে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়।
তথ্যপ্রযুক্তি ২১ শতকের অন্যতম প্রেক্ষিত পরিবর্তনের মাধ্যম হিসেবে আবির্ভূত হয়েছে। ডিজিটাল বিপ্লব নাম দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প এমনকি মানুষের জীবন যাত্রায় ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তথ্যপ্রযুক্তি। প্রায় সবক্ষেত্রেই তথ্যপ্রযুক্তি প্রধান নিয়ামক হিসেবে আবর্ভিূত হচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের ঘোষাণাটি আসে ২০০৮ সালের ১২ ডিসেম্বর। তাইতো এখন থেকে দেশে প্রতিবছর ১২ ডিসেম্বর ন্যাশনাল আইসিটি ডে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ২০০৮ সালের ১২ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ঘোষণা করেন। জনগণ সে ঘোষণায় আস্থা রেখে ২০০৯ সালে আওয়ামী লীগকে নির্বাচিত করার মাধ্যমে জনসেবা করার সুযোগ করে দেয়। সরকার গঠনের পর আমাদের কার্যক্রমের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ আজ দেশে-বিদেশে প্রশংসিত এবং অনুকরণীয়। দেশের মানুষ এই রূপকল্পের সুফল ভোগ করছে।
মন্ত্রিসভা কর্তৃক আজকের এই অনুমোদনের ফলে ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম চূড়ান্ত লক্ষ্যের দিকে আরও একধাপ অগ্রগতি হলো বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
চলতি বছরের ১২ নভেম্বর আইসিটি ডিভিশনের সচিবের সভাপতিত্বে একটি আন্তঃমন্ত্রণালয় সভায় সভায় ১২ ডিসেম্বরকে ১২ ডিসেম্বর দিনটি `জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস` হিসেবে পালনের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও একই বিষয়ে ২২ নভেম্বর অর্থ বিভাগ থেকেও অনাপত্তি জ্ঞাপন করা হয়।