হ্যালিও ইউজারদের জন্য ডোরস্টেপ সার্ভিস আনলো এডিসন গ্রুপ

প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড হ্যালিও ইউজারদের জন্য ‘হ্যালিও ডোরস্টপ সার্ভিস’ উদ্বোধন করলো এডিসন গ্রুপ। এই সার্ভিসটির মাধ্যমে হ্যালিও ব্যাবহারকারিরা তাঁদের হ্যান্ডসেটের যেকোনো সমস্যার সমাধান পেয়ে যাবেনঘরে বসেই!হ্যালিও হটলাইন নাম্বারে শুধু একটি কল দিলেই, হ্যালিওর দক্ষ কর্মীরা পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। শুধু তাই নয়, এই ডোরস্টপ সার্ভিসটি সম্পূর্ণ ফ্রী উপভোগ করতে পারবেন হ্যালিও ব্যাবহারকারিগন। অতিরিক্ত জটিল কোন সমস্যা হলে, যেমন পার্টস রিপ্লেসমেন্ট ইত্যাদি, ফোনটি নিজ দায়িত্তে কাস্টমার কেয়ারে নিয়ে গিয়ে ঠিক করিয়ে আবার পৌঁছে দেয়ার কাজটি পর্যন্ত করে দেবেন আপনাকে হ্যালিওর সেই প্রতিনিধি। যে কোন হ্যালিও ফোন ইউজার এই সেবাটি পেতে পারেন ১৬২৭২ অথবা ০৯৬৬৬৭০০৬৬৬ এই নাম্বারে কল করে।

সারাদেশে এই সুবিধাটি উপভোগ করতে পারবেন হ্যালিও ইউজারগণ। এডিসন গ্রুপের এই নতুন উদ্যোগটি স্বাগত জানিয়েছেন হ্যালিও ইউজারগণ এবং অন্যান্য হ্যান্ডসেট ব্র্যান্ডের ব্যাবহারকারিদের মধ্যে বেশ সাড়া ফেলতে পেরেছে এই নতুন অসাধারণ সেবাটি।

Share This:

*

*