ডিজিটাল কমিউনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তার গ্রাহকদের জন্য বিশেষ লয়্যালটি সেবা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রামের খ্যাতনামা হোটেল দি পেনিনসুলা চিটাগাং সাথে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তির ফলে বাংলালিংক প্রিয়জন গ্রাহকরা আকর্ষণীয় অফার এবং সেবা উপভোগ করতে পারবেন। ঢাকায় বাংলালিংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে লয়্যালটি এন্ড পার্টনারশিপ ম্যানেজার ইয়াসির আরাফাত হোসেন, কর্পোরেট কমিউনিকেশন ম্যানেজার আংকিত সুরেকা, বাংলালিংক প্রিয়জন টিমের এসিস্ট্যান্ট ন্যাশনাল কোঅর্ডিনেটর সালমান নুসরাত এবং দি পেনিনসুলা চিটাগাং এর পক্ষে হেড অফ সেলস মোহাম্মদ ইমরান হুমায়ূন খান এবং সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে প্রিয়জন গ্রাহকরা পুরো বছর জুড়ে রুমের নির্ধারিত ভাড়ার ওপর ৫০% ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এছাড়াও গ্রাহকরা লাগুনা রেস্টুরেন্ট-এর আলা কার্টে মেন্যুতে ১০% ডিসকাউন্ট, জিইসি ওয়েস্ট রেস্টুরেন্ট এবং ক্যাফে টুয়েন্টি ফোর-এ ১০% ডিসকাউন্ট পাবেন।
বাংলালিংকের লয়্যালটি এন্ড পার্টনারশিপ ম্যানেজার ইয়াসের আরাফাত হোসেন বলেন, “বাংলালিংক সবসময় তার গ্রাহকদের উৎকৃষ্ট পণ্য ও সেরা মানের লয়্যালটি সেবা দিয়ে আসছে। খ্যাতনামা হোটেল দি পেনিনসুলা চিটাগাং-এর সাথে চুক্তিবদ্ধ হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই অফারটি আমাদের ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ যা প্রিয়জন গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও দারুণ করে তুলবে এবং বাংলালিংকের সাথে গ্রাহকদের সম্পর্ক আরও দৃঢ় করবে”।
দি পেনিনসুলা চিটাগাং এর হেড অফ সেলস মো: ইমরান হুমায়ূন খান বলেন, “বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের জন্য দুর্দান্ত মূল্যছাড় এর অফার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস, করি গ্রাহকরা আমাদের হোটেলে থাকার সুন্দর অভিজ্ঞতা পাবেন”।