নতুন বছর উপলক্ষে দেশের বাজারে চারটি জনপ্রিয় হ্যান্ডসেটের বিশেষ মূল্য নির্ধারণের মধ্য দিয়ে মাসব্যাপী প্রমোশনাল ক্যাম্পেইন চালু করল হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। পহেলা জানুয়ারি থেকে শুরু হয়ে ক্যাম্পেইনটি চলবে জানুয়ারি ৩১ তারিখ পর্যন্ত।
মাসব্যাপী ক্যাম্পেইনের আওতায় জিআরফাইভ ২০১৭ স্ট্যান্ডার্ডের প্রমোশনাল মূল্য ২১,৫০০ টাকা (বাজার মূল্য ২২,৫০০ টাকা), জিআরফাইভ ২০১৭ প্রিমিয়ামের প্রমোশনাল মূল্য ২৪,৪০০ টাকা (বাজার মূল্য ২৫,৯০০ টাকা), জিআরথ্রি ২০১৭-এর প্রমোশনাল মূল্য ১৮,৯০০ টাকা (বাজারমূল্য ১৯,৯০০ টাকা) এবং ওয়াইসিক্স টু প্রাইমের প্রমোশনাল মূল্য ১৬,৪০০ টাকা (বাজারমূল্য ১৬,৯০০ টাকা)।
ক্যাম্পেইন প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লি. -এর ডিভাইস বিজনেসের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “হুয়াওয়ে ও স্মার্টফোনের জন্য ২০১৭ ছিলো সার্থক একটি বছর। গত বছর আমরা গ্রাহকদের কাছ থেকে অসাধারন এবং স্বতঃফূর্ত সাড়া পেয়েছি। বিশে^র শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে আমরা নিয়ে এসেছি যুগান্তকারী সব প্রযুক্তি। আমরা আমাদের গ্রাহক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।”
দেশব্যাপী ৬৪টি জেলায় হুয়াওয়ে ব্র্যান্ড শপগুলো থেকে উল্লেখিত চারটি মডেলের হ্যান্ডসেট ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকরা পুরো জানুয়ারি ম্যাস ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও, এ অফারের আওতায় নির্দিষ্ট মডেলের হ্যান্ডসেটে ক্রেতারা পাবেন আকর্ষণীয় উপহার।