হুয়াওয়ে ও লাইকার গবেষনা সেন্টার

জার্মান প্রতিষ্ঠান লাইকা ক্যামেরা এজি’র সঙ্গে গবেষণা ও উদ্ভাবন সেন্টার প্রতিষ্ঠা করল আইটি জায়ান্ট হুয়াওয়ে। সেন্টারটি পরিচালনায় হুয়াওয়ে ও লাইকা ক্যামেরা এজি মিলিতভাবে কাজ করবে।

‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’ নামে সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে জার্মানীর ওয়েটজলার শহরে অবস্থিত লাইকা ক্যামেরা এজি’র গ্লোবাল হেডকোয়ার্টারে। মূলত মোবাইল ডিভাইসে ছবির মান, ক্যামেরার অপটিক্যাল সিস্টেম ও সফটওয়্যার সংক্রান্ত প্রযুক্তি নিয়ে কৌশলগত কাজের উদ্দেশ্যেই এই ল্যাব প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠান দুটি। এছাড়া কম্পিউটেশনাল ইমেজিং, অগম্যান্টেড রিয়ালিটি (এআর) এবং ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) নিয়ে কাজ করবে ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’।

হুয়াওয়ে ও লাইকা’র গবেষণা ও উন্নয়ন কেন্দ্রগুলো আরো বেশি তথ্যসমৃদ্ধ করতে জার্মানীসহ বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় এবং গবেষণা সংস্থাগুলোর সঙ্গে মিলে কাজ করবে।  অপটিক্যাল ইঞ্জিনিয়াররিং সংক্রান্ত কাজের অগ্রগতির লক্ষ্যে হুয়াওয়ে ও লাইকা ক্যামেরা এজি’র অংশীদারীত্বের সাত মাস পর দীর্ঘমেয়াদী ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’ পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠান দুটি। উল্লেখ্য, উন্নত ক্যামেরা প্রযুক্তির পুরষ্কারপ্রাপ্ত ফ্ল্যাগশীপ স্মার্টফোন হুয়াওয়ে পি নাইন বিশ্বব্যাপি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পাঁচ মাস পর মোবাইল ফটোগ্রাফিকে অভিনব উচ্চতায় নেয়ার লক্ষ্যেই ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে।

এ প্রসঙ্গে হুয়াওয়ে’র প্রধান নির্বাহী কর্মকর্তা রেন ঝেংফে বলেন, “ইমেজ ও ভিডিও ক্যাপচারের মান আরো উন্নত করতে হুয়াওয়ে ও লাইকা ক্যামেরা এজি আগের চেয়ে অনেক বেশি নিবিড় পর্যবেক্ষনের সঙ্গে কাজ করতে পারবে ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’-এ। ফলাফল হিসেবে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমরা স্মার্টফোনের ক্যামেরায় অত্যাধুনিক প্রযুক্তির উদ্ভাবণ সফলভাবে করতে সক্ষম হবো।”

“হুয়াওয়ে ও লাইকার মিলিত হয়ে কাজ করার ফলে শুধু শক্তিশালী ও অভিনব উদ্ভাবণই হবে না বরং উচ্চতর মান বজায় রাখার ব্যাপারে আরো দৃঢ়তার সঙ্গে কাজ করা সম্ভব হবে। উক্ত ইনোভেশন ল্যাবে দুটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ জনশক্তি মিলে স্মার্টফোন খাতের নতুন দাঁড় উন্মোচণ করবে বলে আমার বিশ্বাস”-এই বলে নিজের অভিমত ব্যাক্ত করলেন লাইকা ক্যামেরা এজি’র প্রধান পরিচালন কর্মকর্তা ও একই সঙ্গে ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’-এর পরিচালক মার্কাস লিমবার্গার।

উল্লেখ্য যে, মাইক্রোস্কপির পথিকৃত ও প্রথম লাইকা লেন্সের উদ্ভাবক জার্মানীর ম্যাক্স ব্যারেক (১৮৮৬-১৯৪৯)-এর নামানুসারে ‘ম্যাক্স ব্যারেক ইনোভেশন ল্যাব’-এর নামকরণ করা হয়েছে।

Share This:

*

*