হুয়াওয়ের আয়োজনে সাউথইস্ট এশিয়া ট্যালেন্ট ডেভেলপমেন্ট ফোরাম

গত সোমবার ব্যাংককে উন্মুক্ত করা হয়েছে হুয়াওয়ে সাউথইস্ট এশিয়া ট্যালেন্ট ডেভেলপমেন্ট ফোরাম ২০১৭। ‘আইসিটি খাতের উন্নয়ন, ডিজিটাল রূপান্তরের ক্ষমতায়ন’ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী এ ফোরাম, সরকারি কর্মকর্তা, টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এবং এ শিল্পখাত সংশ্লিষ্ট অন্যান্যদের দক্ষিন পূর্ব এশিয়া জুড়ে নিজেদের বিস্তৃতির, ডিজিটাল রূপান্তরের যুগে মেধার উন্নয়ন কৌশল এবং শীর্ষস্থানীয় বৈশ্বিক অপারেটরদের পরীক্ষিত অনুশীলন ও অভিজ্ঞতা থেকে শেখার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ফোরামে দক্ষিন পূর্ব এশিয়ার দেশ সমূহের সরকারি কর্মকর্তা, বিশ্বের শীর্ষস্থানীয় কনসালটেন্সি এজেন্সির সিনিয়র কনসালটেন্ট এবং হুয়াওয়ের নির্বাহীগণ ডিজিটাল রূপান্তরের অভ্যুত্থানে মেধার উন্নয়নে নিয়ে বিশ্বজুড়ে চলতি বিষয়গুলো নিয়ে তাদের ভাবনা তুলে ধরেন। এ বিষয়গুলোর মধ্যে ডিজিটাল সমাজ ও আইসিটি রূপান্তর, দক্ষিন পূর্ব এশিয়ার হিউম্যান ক্যাপিটাল ট্রেন্ড, জাতীয় আইসিটি মেধা উন্নয়ন সমাধান এবং ডিজিটাল প্রতিভার রূপান্তর অন্তর্ভুক্ত ছিলো।

এ নিয়ে হুয়াওয়ের প্রিন্সিপাল স্ট্র্যাটেজি কনসালটেন্ট ইভান হুয়াং বলেন, ‘ইতিমধ্যেই আইসিটি অর্থনীতির চালিকাশক্তি হিসেবে স্বীকৃত এবং এটা শিল্পখাতের বিপ্লব- ইন্টেলিজেনটাইজেনের সুযোগ করে দিচ্ছে। এখনই সময় ‘ডিজিটাল’ বিষয় উন্মুক্ত করার। ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের তথ্যানুযায়ী, এর মাধ্যমেই সম্ভব আগামী ১০ বছরে সমাজ ও শিল্পখাতে সম্ভাব্য ১০ বিলিয়ন মার্কিন ডলার আয়ের সুযোগ সুরক্ষিত করা। টেলকো অপারেটরদের উচিৎ নতুন প্রযুক্তি ও নতুন ব্যবসায়িক মডেল চালু করার ক্ষেত্রে অনিশ্চয়তাগুলো শনাক্ত করা। এ ডিজিটাল যুগ টেলিকম প্রতিষ্ঠানগুলোর সাংগঠনিক পরিবর্তন ও প্রতিভার রূপান্তরের অভিজ্ঞতার সুযোগ করে দিবে।’

আইসিটি বিশ্বজুড়েই শিল্পখাত সমূহের প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত হয়েছে। যেসব দেশে হুয়াওয়ের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে, সেসব দেশের আর্থ-সামাজিক খাতে ইতিবাচক প্রভাব রাখতে এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য প্রতিষ্ঠানটি স্থানীয়দের সাথে ধারাবাহিকভাবে আইসিটি বিষয়ক জ্ঞান ও ধারণা তুলে ধরছে, কার্যকরী শিক্ষা ব্যবস্থা নির্মাণে আইসিটি প্রযুক্তির সরবরাহ করে আসছে এবং আইসিটি বিষয়ে পেশাদারদের সহায়তা প্রদান করে আসছে।

সিডস ফর দ্য ফিউচার হুয়াওয়ের সিএসআর ফ্ল্যাগশিপ কর্মসূচি। এ কর্মসূচিতে হুয়াওয়ে সেরা কলেজ শিক্ষার্থী এবং আইসিটি বিভাগ সংশ্লিষ্ট তরুণ সরকারি কর্মকর্তাদের চীনে একটি শিক্ষা সফরের জন্য মনোনীত করে। এ কর্মসূচিতে হুয়াওয়ে এর আইসিটি বিষয়ে অভিজ্ঞতাগুলো তরুণ আইসিটি পেশাদারদের সঙ্গে শেয়ার করবে এবং স্থানীয় আইসিটি খাতের উন্নয়ন নিয়ে কাজ করবে।

Share This:

*

*