আটজন তথ্য প্রযুক্তি সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে জিএমবি নামের একটি সংগঠন। গতকাল বুধবার রাতে প্রত্যেককে পৃথকভাবে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার হুমকিপ্রাপ্ত এসব সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে।
তারা বলেন, ০১৮৭৩১৪৯৫৮০ নম্বর থেকে পাঠানো মেসেজে বলা হয়, ‘আপনার শেষ ইচ্ছা পূরণ করে নিন কারণ আপনি জীবনের একেবারে শেষের দিকে আছেন। খুব শিগগিরই আপনি আমাদের হাতে খুন হবেন।’
জামান মজুমদার নামের ওই এসএমএস প্রেরক নিজেকে জিএমবি’র ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর বলে পরিচয় দিয়েছেন।
যারা এই এসএমএস পেয়েছেন- মোহাম্মদ খান (কালের কণ্ঠ), মোহাম্মদ কাওছার উদ্দিন (দৈনিক সংবাদ), ওয়াসিকুর রহমান শাহীন (আমাদের সময়), তারিকুর রহমান বাদল (সকালের খবর), মোস্তাফিজুর রহমান সোহাগ (আলোকিত বাংলাদেশ), তারিক রহমান (দৈনিক যুগান্তর), মাসুদ রুমী (কালের কণ্ঠ) এবং হাসান জাকির (সমকাল)।
হুমকির ঘটনায় ইতোমধ্যেই সকলে থানায় সাধারণ ডায়েরি করেছেন। এ বিষয়ে আলোকিত বাংলাদেশের মোস্তাফিজুর রহমান সোহাগ জানান, ‘গতকাল রাত ৯.৩৩ মিনিটে আমি এই এসএমএসটি পেয়েছি। থানায় সাধারণ ডায়েরি করলেও এখন শঙ্কার মধ্যে আছি।’
হুমকির বিষয়ে সমকালের আইসিটি পাতার সম্পাদক হাসান জাকির জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে এই এসএমএস আসে। থানায় সাধারণ ডায়েরি করা ছাড়াও বিষয়টি আইসিটিবিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জানানো হয়েছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাহায্যে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।