কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিকস বাংলাদেশ, বাংলাদেশী গ্রাহকদের জন্য নিয়ে এলো স্যামসাং হ্যাপি ওয়েডিং অফার। স্যামসাং-এর টিভি, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে একজন গ্রাহক একটি হোম অ্যাপ্লায়েন্স সেট সহ জিতে নিতে পারবেন সঙ্গী সহ সিঙ্গাপুরে ৩ দিন ২ রাত হানিমুন ক্রুজ ও ১ রাত সিঙ্গাপুর শহরে অবস্থান করার মেগা অফার, চারজন পাবেন সঙ্গী সহ সিঙ্গাপুরে ৩ দিন ২ রাত হানিমুন ক্রুজ ও ১ রাত সিঙ্গাপুর শহরে অবস্থান করার সুযোগ, ২৪ জন পাবেন হোম অ্যাপ্লায়েন্স সেট এবং অন্যরা জিতে নিতে পারেন ক্যাশব্যাক/ ফ্রি টিভি/ হোম থিয়েটার/ সাউন্ডবার।
নিজের অফার জানতে গ্রাহককে পণ্য কেনার পর মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে WC <space> Product Code <space> Shop Code> লিখে এসএমএস করতে হবে ৬৯৬৯ নম্বরে। অফার জানতে গ্রাহকদের পাঠানো এসএমএস থেকে স্বয়ংক্রিয় সফটওয়্যার এর মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়ায় গিফট বিজয়ী নির্বাচন করা হবে। যেকোনো গ্রাহক মেগা অফারটি জেতার সুযোগ পাবেন। মেগা গিফট বিজয়ীর নাম ঘোষণা করা হবে ২০১৮ সালের ৩১ জানুয়ারীর মধ্যে।
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ-এর হেড অব কনজ্যুমার ইলেক্ট্রনিক্স ফিরোজ মোহাম্মদ বলেন, “গত বছর থেকে আমরা আমাদের সম্মানিত গ্রাহদের সুবিধার্থে বিয়ের মৌসুমে বেশ কিছু অফার নিয়ে আসছি। এবছরও সদ্য বিবাহিত এবং তাদের পরিবার ও বন্ধুদের জন্য ঘর সাজানোর কাজটি সহজ করে দিতে চমৎকার এই অফারটি নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আশা করি স্যামসাং তার নিজস্ব উদ্ভাবনীর সাহায্যে এ বছরেরে বিয়ের মৌসুমকে আগের চেয়ে অনেক বেশি আনন্দময় ও উজ্জ্বল করে তুলবে।”
আগামী ১১ নভেম্বর থেকে স্যামসাং এর নির্দিষ্ট ব্র্যান্ড শপ এবং ফেয়ার ইলেক্ট্রনিক্স লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস ও সিঙ্গার এর স্যামসাং অনুমোদিত শো-রুম গুলোতে গ্রাহকরা স্যামসাং-এর নতুন এই অফারটি উপভোগ করার সুযোগ পাবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন www.facebook.com/samsungbangladesh.