স্যামসাং মোবাইল বাংলাদেশ বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে নিয়ে এসেছে দারুণ বৈশাখ অফার। বাঙালী ঐতিহ্য ও অনুপ্রেরণায় এই বিশেষ ক্যাম্পেইনটি স্যামসাং জে সিরিজের সকল হ্যান্ডসেটে দিচ্ছে নতুন বর্ণিল প্যাকেজিং। এ বছরের শুরুতে সেরা প্যাকেজিং ডিজাইনটি খুঁজে বের করতে স্যামসাং মোবাইল বাংলাদেশ ‘স্যামসাং স্টুডিও’ ক্যাম্পেইন শুরু করেছিল, যেটি স্থানীয় তরুণ প্রতিভাবানদের বাংলাদেশী সংস্কৃতি এবং ঐতিহ্যের অনুপ্রাণিত ডিজাইন জমা দেওয়ার আহবান জানিয়েছিল। ‘স্যামসাং স্টুডিও’ চ্যাম্পিয়ন লুৎফুন নাহার মুনমুনের করা সেই ডিজাইনেই হ্যান্ডসেটগুলোর প্যাকেজিং করা হয়েছে।
এছাড়াও গ্রাহকরা স্যামসাং গ্যালাক্সি জে১ এইস, জে২, জে৫, জে৭ এবং গ্র্যান্ড প্রাইম হ্যান্ডসেটগুলোর মধ্য থেকে যে কোনো একটি পছন্দের হ্যান্ডসেট কিনে এই অফারটি উপভোগ করতে পারবেন এবং একই মডেলের আরেকটি হ্যান্ডসেট ফ্রি জিতে নেওয়ার সুযোগ পাবেন। স্টক থাকা পর্যন্ত প্রতিদিন ২০ জন ভাগ্যবান গ্রাহক হ্যান্ডসেট জিতে নিতে পারবেন। ক্যাম্পেইনটি গ্রাহকদের আরও দিচ্ছে ৫০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড়ের সুযোগ। অফার কেবলমাত্র স্যমসাং-এর অনুমোদিত হ্যান্ডসেটগুলোতে প্রযোজ্য। বিস্তারিত জানতে ক্লিক করুন-www.samsung-bd.com/boishakh/