স্যামসাং গ্যালাক্সি এস৯ হস্তান্তর প্রক্রিয়া শুরু

বহুল প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ ডিভাইস স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাসের হস্তান্তর প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়েছে । এস৯ প্লাসের প্রি-অর্ডারের শেষ তারিখ ২৮ মার্চ, ২০১৮।

২৯শে মার্চ থেকে স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস পাওয়া যাবে সকল স্যামসাং ব্র্যান্ড শপ ও নির্ধারিত রিটেইলারের কাছে। গ্যালাক্সি এস৯ প্লাস মিডনাইট ব্ল্যাক, কোরাল ব্লু এবং লাইলাক পারপেল এই তিনটি রঙে পাওয়া যাবে ।

ফ্ল্যাগশিপ ডিভাইস, গ্যালাক্সি এস৯ প্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৫,৯০০ টাকা। গ্যালাক্সি এস৯ প্লাস কিনে গ্রাহকরা গ্রামীণফোনের পক্ষ থেকে আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।

Share This:

*

*