স্মার্ট টেকনোলজিসের পুরস্কার লাভ

ভারতের ব্যাঙ্গালোরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর পরিচালক জাফর আহমেদ লেনোভোর উর্দ্ধতন কর্মকর্তাদের হাত থেকে লেনোভো ইমার্জিং পার্টনার অ্যাওয়ার্ড গ্রহন করেছেন। এসময় আরও উপস্থিত ছিলেন লেনোভো ভারতের পরিচালক রাজেশ থারানি, মহাব্যবস্থাপক নিরাজ পাঞ্চুয়েলি, রিজিওনাল সেলস ম্যানেজার শেখর কর্মকার, সেলস ম্যানেজার রাশেদ কবির এবং স্মার্ট টেকনোলজিস এর লেনোভো বিজনেস হেড (আইটি) এএসএম শওকত মিল্লাত সহ প্রমুখ। উল্লেখ্য, গত ২০১৬ থেকে বাংলাদেশের বাজারে লেনোভো পন্য বাজারজাত করে আসছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ।

Share This:

*

*