বিআইজেএফ কার্যালয়ে বাংলাদেশ স্মার্টসিটি ফোরামের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সভায় স্মার্টসিটি ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।। এ সভাতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারকে স্মার্টসিটি ফোরামের আহ্বায়ক করে চারজনকে সহ-আহ্বায়ক নির্বাচিত করা হয়। তারা হলেন- এফবিসিসিআই এর পরিচালক শাফকাত হায়দার, বাংলাদেশ কম্পিউটার সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মাহফুজুল ইসলাম, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) এর প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি আলী আশফাক। সভায় মোঃ আব্দুল ওয়াহেদ তমালকে সাধারণ সম্পাদক, সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারকে কোষাধ্যক্ষ ঘোষণা করা হয়।
এছাড়াও সভাতে পাঁচটি কমিটি গঠন করা হয় ইন্টারনেট অব থিংস (আইওটি)কমিটি, অ্যাওয়ারনেস অ্যান্ড ক্যাম্পেইন কমিটি, অ্যাডভোকেসি কমিটি, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন কমিটি এবং টেকনোলজি অ্যান্ড রিসার্চ কমিটি। বাংলাদেশের বিভিন্ন আইসিটি সংগঠন আইএসপিএবি, ই-ক্যাব, বিআইজেএফ, বাক্য, এবং আইইবি এ কমিটিগুলোর নেতৃত্ব দিচ্ছে।
১৫ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদ সুষ্ঠুভাবে স্মার্টসিটি গঠন করার জন্যে নীতি-নির্ধারণ, সচেতনতা বৃদ্ধি এবং স্মার্টসিটি নীতি বাস্তবায়নের ক্ষেত্রে কাজ করবে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনসাধারণকে দ্রুত ও নিরবিচ্ছন্ন সেবা প্রদান, যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন, নিরাপত্তা নিশ্চিতকরণ সহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যেই স্মার্টসিটি গঠন করা অত্যন্ত প্রয়োজনীয়। ইতিমধ্যেই সরকারি ও বেসরকারি পর্যায়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্যে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এসব পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করে স্মার্টসিটি গড়ে তোলাই স্মার্টসিটি ফোরামের অন্যতম প্রধান উদ্দেশ্য।
যেসব অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ কার্যনির্বাহী পরিষদের সদস্য হয়েছেন তারা হলো- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস অব বাংলাদেশ (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ কম্পিউটার সোসাইটি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ আইসিটি জার্নলিস্ট ফোরাম (বিআইজেএফ), সিটিও ফোরাম, দ্যা ইনসটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি), ইন্টারনেট গভারনেন্স ফোরাম (আইজিএফ), এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। বাংলাদেশ স্মার্ট সিটি ফোরামের আগামী সভা অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।