স্মার্টফোন ও ট্যাব মেলায় সিম্ফনির অফার

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি মোবাইল স্মার্টফোন ও ট্যাব মেলা উপলক্ষে দিচ্ছে আকর্ষণীয় ছাড় এবং প্রতিটি হ্যান্ডসেট এর সাথে নিশ্চিত উপহার। সিম্ফনি বা হ্যালিও ব্র্যান্ডের যে কোন স্মার্টফোন মেলা থেকে ক্রয় করলে থাকছে ৫% ছাড়।

এছাড়াও হ্যালিও এস ২৫, এস ২০ এবং এস ১০ এর সাথে পাওয়া যাবে ব্যাকপ্যাক এবং হ্যালিও এস ২ মডেলের হ্যান্ডসেটটির সাথে পাওয়া যাবে টিশার্ট এবং চাবির রিং  ফ্রী। সিম্ফনি জেড ৮ এর সাথে আছে পাওয়ার ব্যাংক, জেড ৯ এর সাথে আছে ব্যাকপ্যাক এবং সিম্ফনি পি ৯ এর সাথে আছে একটি আকর্ষনীয় ব্লুটুথ স্পীকার একদম ফ্রী।

এছাড়াও সিম্ফনির অন্যান্য মডেল এর সাথে পাওয়া যাবে টিশার্ট এবং মগ। মেলায় সিম্ফনির প্যাভিলিয়ন এ ক্রেডিট কার্ড দিয়েও হ্যান্ডসেট কেনার সুযোগ থাকছে।

Share This:

*

*