স্মার্টফোনের কার্যক্ষমতা কমায় যেসব অ্যাপ

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য অসংখ্য অ্যাপ রয়েছে যেখান থেকে তারা তাদের পছন্দ অনুযায়ী অ্যাপ বেছে নিতে পারে। তবে মনে রাখতে হবে যে, সকল অ্যাপই স্মার্টফোনের জন্য ভালো নয়। কিছু কিছু অ্যাপ আছে যেগুলো স্মার্টফোনকে নষ্ট হতে ত্বরান্বিত করে।

এন্টি-ভাইরাস তৈরিকারী প্রতিষ্ঠান এভিজি সম্প্রতি একটি তালিকা প্রকাশ করে যেখানে স্মার্টফোনের কার্যক্ষমতাকে নষ্ট করে এমন কিছু অ্যাপ ও গেম এর নাম উল্লেখ করা হয়। এগুলো হয়তো খুব বেশি জায়গা নেয় কিংবা ব্যাটারিকে নষ্ট করে দেয়।

এই তালিকার মধ্যে রয়েছে স্মার্টফোনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এমন কিছু অ্যাপ। যেমন- হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ক্যান্ডিক্র্যাশ।

এগুলো ছাড়াও অন্যান্য যে কয়েকটি অ্যাপ এই তালিকায় রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- গুগল প্লে সার্ভিস, ইনস্টাগ্রাম, স্যামসাং চ্যাট-অন, দ্য ওয়েদার চ্যানেল, বিবিএম, স্ন্যাপচ্যাট, ক্লিন-মাস্টার, স্পটিফাই মিউজিক, বিবিসি নিউজ ইত্যাদি।

Share This:

*

*