স্মার্টফোনের আরেক অধ্যায় হুয়াওয়ে পি২০ সিরিজ

বহুল প্রতিক্ষিত এবং স্মার্টফোন ফটোগ্রাফির পথিকৃত পি সিরিজের পি২০ ও পি২০ প্রো বিশ্বের সামনে তুলে ধরলো প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। বিশ্বের প্রথম লাইকা লেন্সসমৃদ্ধ তিনটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনলো প্রতিষ্ঠানটি। পি৯ সিরিজে প্রথম লাইকা লেন্স যুক্ত করে হুয়াওয়ে। পি২০ সিরিজ উন্মোচনের মধ্য দিয়ে সবার জন্য স্মার্টফোন দিয়ে পেশাদার ছবি তোলার দুর্দান্ত অভিজ্ঞতাকে আরো একবার প্রতিষ্ঠিত করলো হুয়াওয়ে।

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার রিচার্ড ইউ বলেন, ‘লাইকার সঙ্গে আমাদের অংশীদারিত্বের দরুণ আবারও স্মার্টফোন দিয়ে পেশাদার ফটোগ্রাফিতে শ্রেষ্ঠত্ব অব্যাহত আছে। লাইকা লেন্সসমৃদ্ধ পি২০ প্রো-এর তিনটি রিয়ার ক্যামেরা এবং পি২০-এর ডুয়েল ক্যামেরায় আরো উন্নত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারী পুরো বিশ্বকে দৃষ্টি-নন্দন আলোকচিত্রের মাধ্যমে তুলে আনতে পারবেন।’ ইতিমধ্যে, বিশ্বব্যাপি সমাদৃত ডিএক্সওমার্ক-এ সর্বোচ্চ পয়েন্ট নিয়ে অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোক পেছনে ফেলে তালিকার শীর্ষে অবস্থান করছে পি২০ সিরিজের ফোন দু’টি।

হুয়াওয়ে পি২০ সিরিজের স্মার্টফোনগুলোর উল্লেখযোগ্য ফিচারসমূহ:

* পি২০ প্রো-তে পাঁচ গুণ ক্ষমতাসম্পন্ন হাইব্রিড জুমসমৃদ্ধ লাইকা লেন্সের তিনটি রিয়ার ক্যামেরা এবং পি২০-তে উন্নত ডুয়েল ক্যামেরা
* অভিনব ফটোগ্রাফি ফিচার, পেশাদার কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী হুয়াওয়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ইমেজ স্ট্যাবিলাইজেশন
* মসৃন ব্যাজেল ও সম্পূর্ণ নতুন ধাঁচের রং
* অধিক কর্মক্ষম ও এনপিইউসমৃদ্ধ কিরিন ৯৭০ প্রসেসর এবং ইএমইউআই ৮.১ভিত্তিক অ্যান্ড্রয়েড ৮.১
* ছয় জিবি র‌্যাম + ১২৮ জিবি রম (পি২০ প্রো), চার জিবি র‌্যাম + ১২৮ জিবি রম (পি২০)
* ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি (পি২০ প্রো), ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ার (পি২০)

উল্লেখ্য, বিশ্ব বাজারে উন্মোচন করলেও পর্যায়ক্রমে বিশ্বে বিভিন্ন দেশের স্মার্টফোন বাজারে পি২০ সিরিজের ডিভাইস দু’টি বাজারজাত করবে হুয়াওয়ে। প্রতিবারের মতো নতুন এই সিরিজটি বাংলাদেশের বাজারে অতি শীঘ্রই আনবে প্রতিষ্ঠানটি।

Share This:

*

*