স্বাধীনতা দিবসে আরেক স্বাধীনতা – হিরোজ অব ৭১:রিট্যালিয়েশন

অ্যান্ড্রয়েড গেইম “হিরোজ অব ৭১:রিট্যালিয়েশন” গুগল প্লে স্টোরে রিলিজ হবে মহান স্বাধীনতা দিবসে। আজ  আঁগারগাও এর বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলের অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।  সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক। বিসিসি’র সহযোগিতায় এবং পোর্টব্লিসের আয়োজনে এ উদ্যোগটির পৃষ্ঠপোষকতায় আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গেইমটির তৈরি, উন্নয়ন ও মার্কেটিং করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবনী প্রকল্প থেকে ২০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে অনুদানের প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন প্রতিমন্ত্রী পলক।

বিশ্বে এখন ১০০ বিলিয়ন ডলারের গেইমের বাজার রয়েছে। সেই বাজার ধরার জন্য দেশে অ্যাংরি বার্ডস, ক্ল্যাশ অব ক্লানের মতো বিশ্বখ্যাত গেইম তৈরি করতে হবে। আর তাদের জন্য সবসময় আইসিটি বিভাগ সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত আছে বলেন জুনাইদ আহ্‌মেদ পলক। হিরোজ অব ৭১ বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি করা প্রথম সফল মোবাইল গেইম। গুগল অ্যানালিটিক্স ডাটা অনুযায়ী গেইমটি গুগল প্লে স্টোর থেকে ৩৮০,০০০ বার ডাউনলোড হয়েছে, বর্তমানে গেইমটি খেলছেন ৬৮৪,১৯৬ জন, গেইমটির টোটাল সেশন সংখ্যা ৪৯ লাখ এবং ইউজার রেটিং ৪.৭। গেইমটির নির্মাতারা এবার আরো বড় পরিসরে এ গেইমের নতুন একটি সিক্যুয়েল নিয়ে এসেছেন। এই নতুন গেইমটির নাম হিরোজ অব ৭১: রিট্যালিয়েশন।  গেইমটিতে থ্রিডি গ্রাফিক্স এবং এনিমেশনের মাধ্যমে ১৯৭১ এ মহান মুক্তিযুদ্ধের সময়ের যুদ্ধকালীন পরিবেশকে তুলে ধরা হয়েছে।

Share This:

*

*