প্রযুক্তি পণ্য বিক্রয় প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড তাদের প্রগতি সরণী শাখার বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৪ ও ২৫ অক্টোবর দুই দিনব্যাপি আয়োাজন করেছে ‘অ্যানিভার্সারি ইয়ুথ ফেস্ট’ শীর্ষক উৎসব। এই ইয়ুথ ফেস্টে থাকছে গেমিং প্রতিযোগিতা ‘ব্যাটেল অফ গ্লোরি (Battle of Glory)। এতে ফিফা-২০১৯ গেমসে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক গেমার অংশ নেবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে ৩৫ হাজার টাকা প্রাইজ মানি। ইয়ুথ ফেস্টে গেমিং প্রতিযোগিতা ছাড়াও ইনডোর গেমের ব্যবস্থা থাকবে। যেকোনো শিক্ষার্থী এই ইয়ুথ ফেস্টিভ্যালে অংশ নিতে পারবে।
গেমিং ইভেন্ট সম্পর্কে আরও জানতে এবং নিবন্ধন করতে www.startech.com.bd ঠিকানায় যেতে হবে।