সেল ফর অ্যা স্মাইল ক্যাম্পেইন-এখানেই ডট কম

শিশুদের মুখে হাসি ফোটাতে সেল ফর অ্যা স্মাইল ক্যাম্পেইন শুরু করেছে এখানেই ডট কম।   ঈদ উপহার তুলে দেয়ার মাধ্যমে শিশুদের মুখে হাসি ফোটানোর পরিকল্পনা গ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় ক্লাসিফাইড এ সাইটটি। ব্যবহারীদের উক্ত ক্যাম্পেইনে অংশ নেয়ার জন্য আহবান করেছে এখানেই ডট কম। আর এর মুল লক্ষ্যই হলো  যাতে এবারের ঈদ শিশুদের জন্য স্মরণীয় হয়ে থাকে। ক্যাম্পেইনের আওতায় সন্মানিত বিক্রেতাগণ এখানেই ডট কমে বিজ্ঞাপণ দিয়ে এসকল শিশুদের সঙ্গে ঈদের খুশি ভাগাভাগি করতে পারবেন-এমন ব্যবস্থাই করা হয়েছে।

প্রতিটি বিক্রেতার দেয়া পোস্ট থেকে একটি নির্দিষ্ট পরিমান অর্থ ঈদের উপহার ক্রয় করার কাজে ব্যয় করা হবে। শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশন নামে দুটি এনজিও-এর মাধ্যমে শিশুদের হাতে উপহার তুলে দেবে এখানেই ডট কম। এখানেই ডট কমের ফেসবুক পেজ https://www.facebook.com/ekhanei-এ উক্ত ক্যাম্পেইন সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।

ঈদ উপহার দেয়ার পাশাপাশি এ রমজান মাসে শিশুদের জন্য আমরা এবং উই ফাউন্ডেশনের সহযোগিতায় শিশুদের নিয়ে ইফতার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করেছে এখানেই ডট কম। এরকম মহৎ আয়োজনে এখানেই.কম ব্যবহারকারীরা বেশি বেশি বিজ্ঞাপণ পোস্ট করে শিশুদের ঈদ উদযাপনে সহযোগিতা করবে বলে আশা করছে এখানেই ডট কম।

Share This:

*

*