সেলেক্সট্রা শপে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে ২১২১ অফার

দেশে মোবাইলফোন, গ্যাজেটস ও কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য কেনার নতুন অনলাইন শপিং প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপ (www.salextra.com.bd) ভাষার মাসে নিয়ে এলো এক্সট্রাডিলসহ অনেক অফার।

এরমধ্যে সবচেয়ে বড় দুটি অফারের একটি হলো শপ থেকে ২১২১ টাকার শপিং করলে উপহার হিসেবে থাকছে একটি ৫৯৯ টাকা দামের মটোরোলা ইয়ারবাডস স্পোর্টস।  অফারটি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরেকটি অফারে সেলেক্সট্রা শপ থেকে যেকোনও মোবাইল কিনলেই ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা (সর্বোচ্চ ২১২১ টাকা পর্যন্ত)।  সঙ্গে থাকছে ফ্রি ভেলিভারি, ক্রেডিট কার্ডে শূন্য শতাংশ ইএমআই।  ১০ শতাংশ ছাড় ক্যাম্পেইনটি শুধু ২১ ফেব্রুয়ারি সারাদিনের জন্য।  ফলে ক্রেতারা মোবাইল ফোনের সঙ্গে এমনিতেই ৫৯৯ টাকা দামের মটোরোলা ইয়ারবাডস স্পোর্টস পাবেন একদম ফ্রি।  মোবাইল ফোন অর্ডার করার সময় প্রোমো কোডটি উল্লেখ করতে হবে।

ঢাকার মধ্যে সর্বোচ্চ ৭২ ঘণ্টা এবং ঢাকার বাইরে ২ থেকে ৭ দিনের মধ্যে পণ্য ভেলিভারির কমিটমেন্ট দিচ্ছে সেলেক্সট্রা শপ।

Share This:

*

*