যাত্রা শুরু করল অনলাইন সেবা প্রদানকারী ওয়েবসাইট সেবাডটএক্সওয়াইজেড। অনলাইন সেবা প্লাটফর্মের যাত্রা শুরুর মাধ্যমে হোম ডেলিভারি সেবায় যোগ হলো আরো একটি নতুন মাত্রা। ঢাকার সোনারগাঁও হোটেলে ওয়েব সাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেউপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।রবি আজিয়াটা লিমিটেডে রব্যবস্থাপনা পরিচালক ও সিইও, সুপুনবীরাসিংহে, ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের অংশীদার ও এফবিসিসিআইয়ের পরিচালক শামীম আহসানএবং বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ। ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি কল সেন্টারের মাধ্যমেও সেবা প্রদান করবে এই অনলাইন প্লাটফরমটি।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় সেবাডটএক্সওয়াইজেড সমাজের নিত্য প্রয়োজনকে বিবেচনায় রেখে মৌলিক ও দৈনন্দিন সেবা সরবরাহ করতেকাজকরছে। বাংলাদেশে সেবাডটএক্সওয়াইজেড হলো এমন একটিভার্চুয়াল সেবাপ্রদানকারী ওয়েবসাইট যা বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোর সাথে সেবা প্রদানকারীদের সংযোগঘটাবে। ইলেক্ট্রিক্যাল, পানিরপাইপলাইন, তালা মেরামত, গ্যাসেরচুলা, লন্ড্রি, জুতাসহএসি, টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন মেরামত করার মত সেবা পাওয়া যাবে সেবাডটএক্সওয়াইজেডে। বাড়ি সংস্কারে কিংবা পছন্দমত আসবাবপত্র তৈরিতে দক্ষ কাঠমিস্ত্রি ও রঙমিস্ত্রির সাথে যোগাযোগ ও যোগান সুবিধাও পাওয়াযাবে এই সাইটে। এমনকি ডেস্কটপ, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও স্মার্টফোন মেরামতেও সেবাডটএক্সওয়াইজেডের ওপর নির্ভর করতে পারবেন গ্রাহকরা।
এই ডিজিটাল সেবা সরবরাহকারী প্লাটফরমের টেলিযোগাযোগ অংশীদার শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটরর দি আজিয়াটালিমিটেড। গ্রাহককেন্দ্রিক ‘ধন্যবাদ’ কর্মসূচীর আওতায় অপারেটরটি এই গেম চেঞ্জিং প্লাটফরমের সাথে যুক্ত হয়েছে। রবি রগ্রহকরা সেবাডটএক্সওয়াইজেড’র সব ধরনের সেবায় ১০ শতাংশছাড়উপভোগ করতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো জানানো হয় যেখানে আমাদের অধিকাংশই চাকুরিজীবি সেখানে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য-সামগ্রী কেনা-কাটা একটি ঝামেলাপূর্ণ কাজ যেটি সেবাডটএক্সওয়াইজেড পোর্টালটি পূরণকরে থাকে। সেবাডটএক্সওয়াইজেড গ্রাহকদের ঝামেলামুক্ত জীবন নিশ্চিত করে তাদের প্রতিটি মুহুর্তকে উপভোগ করার সুযোগ এনেছে।
সপ্তাহের যে কোনো দিনে, অত্যন্ত কম মূল্যে গ্রাহকদের নিত্য প্রয়োজণীয় সেবা প্রদান করতে পোর্টালটি’র ৭ শ’রও বেশি কর্মী নিয়োজিত রয়েছে। সেবাডটএক্সওয়াইজেড পেশাদার পরিসেবা সরবরাহকারীর মাধ্যমে প্রতিটি গ্রাহককে মানসম্পন্ন সেবানিশ্চিতকরছে। এটি ব্যস্ত নগরবাসীরজন্য একটিভার্চুয়াল হোম এসিস্টেন্ট।
সেবাডটএক্সওয়াইজেডের যাত্রা শুরু
