সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলের রিপিটার প্রতিস্থাপন শুরু

সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে রিপিটার প্রতিস্থাপনের কাজ গতকালের পরিবর্তে আজ  মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। কাজের সুবিদার্ধে সি-মি-উই-৪ সাবমেরিন ক্যাবলের বাংলাদেশ অংশে বিএসসিসিএল এর সব সার্কিট বন্ধ থাকবে। ফলস্বরুপ ইন্টারনেট বিঘ্নিত হবে ৩-৪ দিন। তবে এসময়টা ইন্টারনেট স্বাভাবিক রাখতে বিশেষ ভাবে কাজে আসবে সম্প্রতি চালু হওয়া সি-মি-উই-৫ সাবমেরিন ক্যাবল। পাশাপাশি আইটিসি অপারেটরদের ব্যান্ডউইথ সরবরাহের কারনে দেশে ইন্টারনেটের ব্যবহার তুলুনামুলক ভাবে স্বাভাবিক থাকবে।

Share This:

*

*