সিম্ফনি মোবাইল এবং সি.আর.আর.টির সমঝোতা

সিম্ফনি মোবাইল এবং সি.আর.আর.টি সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করে, এই চুক্তির আওতায় সিম্ফনি মোবাইলের পক্ষে সি.আর.আর.টি নস্ট বা বাতিয়াল হওয়া হ্যান্ডসেট গুলো রিসাইক্লিং করে পরিবেশ বান্ধব অন্যান্য পন্য তৈরি করবে যা বিদেশেও রপ্তানী করা হবে। চীন ভিত্তিক কোম্পানী সি.আর.আর.টি (কম্পোনেন্টস আর এন্ড আর টেকনোলজিস কোম্পানি লিমিটেড) – ইলেকট্রনিক এবং কঠিন বর্জ্য পুনর্ব্যবহার ও এর ব্যবস্থাপনা এবং এই ধরণের আন্তর্জাতিক বাণিজ্যের সাথে জড়িত রয়েছে।

সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এবং  সি.আর.আর.টি এর ডিরেক্টর, হংজি ঝু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেন। এসময় সিম্ফনি মোবাইলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জাকারিয়া শহীদ জানান এই কারখানায় যে শুধুমাত্র মোবাইল ফোনই রিসাইক্লিং করা হবে তা নয়, সকল ধরণের ইলেক্ট্রনিক প্রোডাক্টও এখানে রিসাইক্লিং করা হবে।

হং ঝি ঝু জানান বাংলাদেশে এডিসন গ্রুপের সাথে চুক্তি করতে পেরে তাঁরা খুব আনন্দিত এবং এডিসন গ্রুপকে সকল ধরণের সাহায্য সহযোগীতার জন্য তাঁরা প্রস্তুত।

ফটো ক্যাপশনঃ সিম্ফনি মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদ এবং  সি.আর.আর.টি এর ডিরেক্টর, হংজি ঝু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রতে স্বাক্ষর করেন। এসময় সিম্ফনি মোবাইলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share This:

*

*