সিম্ফনির নতুন ট্যাব

দেশীয় স্মার্টফোন ব্র্যান্ড সিম্ফনি নিয়ে এলো সিম ট্যাব ২৫ নামে দুই জিবি র‍্যাম এর একটি ট্যাব। ৭ ইঞ্চি আইপিএস ডিসপ্লের এই ট্যাবটি এ্যান্ড্রয়েড ন্যুগাট ৭.০ চালিত। ট্যাবটিতে আছে পাওয়ারফুল ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর এবং ২জিবি ডিডিআরথ্রি র‍্যাম যার কারণে গেমস এবং এ্যাপস চালানো যাবে নির্বিঘ্নে। ১৬জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যাতে রাখা যাবে অনেক বেশী গান, মুভি, গেমস এবং এ্যাপস চাইলে মেমোরী কার্ড এর মাধ্যমে বাড়ানো যাবে ৩২জিবি পর্যন্ত।

চমৎকার ছবি তোলার জন্য ট্যাবটিতে আছে ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং সেলফি তোলার জন্য আছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরাতে ফিচার হিসেবে আছে ফেস বিউটি মোড, প্যানারোমা মোড, নাইট মোড, প্রফেশনাল মোড এবং ফ্ল্যাশ ল্যাম্প। ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দিবে দীর্ঘ সময় চার্জ থাকার নিশ্চয়তা। রয়েছে  ওটিজি সুবিধা যার মাধ্যমে এই ট্যাবটিতে অন্যান্য পোর্টেবল ডিভাইসও ব্যাবহার করা যাবে।

নীল এবং গোল্ডেন রঙে সিম্ফনির সকল আউটলেটে  ট্যাবটি পাওয়া যাচ্ছে । দাম  ৮,৪৯০ টাকা।

Share This:

*

*