সিম্ফনির এইচ ৩০০

গুলশানের ইস্তাম্বুল রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেশীয় বাজারে উন্মোচন করা হয় সিম্ফনির নতুন মোবাইল হ্যান্ডসেট এইচ ৩০০। অনুষ্ঠানে সেটটির বিস্তারিত তুলে ধরেন সাইফুল আজম জুলফিকার, ডেপুটি ম্যানেজার সিম্ফনি মোবাইল। এছাড়াও সিম্ফনির পক্ষ থেকে জেষ্ঠ পরিচালক রিজওয়ানুল হক, ও পরিচালক আশরাফুল হক উপস্থিত ছিলেন। সেটটিতে অ্যানড্রুয়েড ৫.১ ললিপপ ওএস এর সাথে রয়েছে ১.৪ গিগাহার্টজ অক্টাকোর প্রসসের।সেটটি ডিজাইনের দিক থেকে ক্ল্যাসিক এবং মরডান এর একটি পারফেক্ট সংযোজন। টু জি এবং থ্রি জি মোডে কাজ করতে সক্ষম এই হ্যান্ডসেটটিতে রয়েছে ২৫০০ মিলি অ্যাম্পিয়ারের লি-আয়ন ব্যাটারি। ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লের ডুয়াল মাইক্রোসিমেরে এই হ্যান্ডসেটটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যার উভয় পাশে থাকছে ফ্ল্যাশ সুবিধা। ক্যামেরা ফিচার এ থাকছে প্রফেশনাল মোড, প্যানারোমা মোড, ফেস বিউটি মোড, এইচডআর মোড, স্পোর্টস মোড, স্মাইল মোড এবং জিইও ট্যাগিং। সেটটির আরো ফিচারের মধ্যে রয়েছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম। হ্যান্ডসেটটির এক্সপান্ডেল মেমোরি ৬৪ জিবি। এতে স্মার্ট ফিচার হিসাবে রয়েছে স্মার্ট এওয়েক এবং স্মার্ট গ্যাসচার। স্মার্ট এওয়েক এর মাধ্যমে গ্রাহক এক হাতে খুব সহজেই সেট টি ব্যাবহার করতে পারবেন। এবং স্ক্রীনে বিভিন্ন ইংরেজি অ্যালফাবেট ড্র করে নানান সুবিধা ভোগ করা যায়। ব্যাটারি চার্জ যেন তাড়াতাড়ি শেষ না হয়ে যায় তাই সেটটিতে যুক্ত করা হয়েছে সুপার পাওয়ার সেভিং মোড। পাশাপাশি ওটিএ এবং ওটিজি সার্পোটতো থাকছেই। আল্ট্রামেরিন ব্লু, ব্ল্যাক গোল্ড এবং ব্রাউন গোল্ড এই তিন কালারে হ্যান্ডসেটটি বাজারে পাওয়া যাচ্ছে।  হ্যান্ডসেটটির মুল্যে ৯,৪৯০ টাকা। সেটটি ক্রয় করলে উপহার হিসেবে একটি ওটিজি ক্যাবল এবং একটি ফ্লিপ কাভার দেওয়া হবে।

Share This:

*

*