ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারদের আউটসোর্সিং কাজের চাহিদা বাড়ছে প্রচুর পরিমানে,বিস্তারিত জানাতে “বাংলাদেশ ইনোভেশন ফোরাম” এর আয়োজনে থেকে আগামি ২৩ নভেম্বর ২০১৬ , বিকাল-৩-৬ টা, ই এম কে সেন্টার , ঢাকায় একটি ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে, প্রোগ্রামের নামঃ ওয়ার্কশপঃ সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট, দের জন্য আউটসোর্সিং কাজের সুযোগ , এই ওয়ার্কশপ এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, ড. আবু সাইদ এম. আহমেদ, প্রেসিডেন্ট, আই.এ.বি ও রিসোর্স পারসন হিসাবে উপস্থিত থাকবেন আসিফ ইকবাল, প্রধান নির্বাহী, সুপ্রিম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, কোন এন্ট্রি ফি নাই তবে আসন সংখ্যা সীমিত। ওয়ার্কশপ সহযোগিতায় আছে, এঙ্কর সিমেন্ট ও ইএমকে সেন্টার। রেজিস্ট্রেশন এর জন্য দেখুনঃ www.bif.org.bd