সিটি আইটি মেলায় পান্ডা কিনলে মিলবে উপহার

রাজধানীর আগারগাঁও এর বিসিএস কম্পিউটার সিটি আইডিবি ভবনে চলছে সিটি আইটি কম্পিউটার মেলা-২০১৭। মেলায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটিডের বাজারজাত কৃত স্প্যানিশ অ্যান্টিভাইরাস পান্ডা কিনলে ক্রেতারা পাচ্ছেন নিশ্চিত উপহার। মেলা চলাকালীন সময়ে কেউ যদি পান্ডা ইন্টারনেট সিসিউরিটি বা পান্ডা গ্রোবল প্রটেকশন পণ্য কিনেন তাহলে পাওয়া যাবে একটি স্ক্র্যাচ কার্ড। কার্ড ঘষলেই পুরস্কার হিসেবে পাওয়া যাবে বাইসাইকেল, আসুস স্মার্ট ফোন, পাওয়ার ব্যাংক, টি-শার্ট সহ আরোও আকষর্ণীয় পুরস্কার। এছাড়া মেলায় আগত শিশু দর্শনার্থীদের জন্য রয়েছে পান্ডা মুখোশ।

Share This:

*

*